Operation Sindoor: স্বামী পাকিস্তানের হাতে, ‘সিঁদুরে’ বজ্রগর্ভ মেঘ দেখছেন BSF-জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী
India Pakistan War tension: পুর্ণমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। তবে মঙ্গলবার রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবির গুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জাপানের পরিবার।

পুর্ণমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। তবে মঙ্গলবার রাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাকিস্তানের জঙ্গি শিবির গুলোতে অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গেছে বিএসএফ জাওয়ানের পরিবার। পুর্ণমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্বামীর চিন্তায় দু চোখে জল নিয়ে বলছেন, “এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেধে গিয়েছে। এখন পাকিস্তান আর হয়ত ছাড়বে না।”
রজনী নিজে গিয়ে বিএসএফ হেড কোয়ার্টারে সিওর সঙ্গে কথা বলে এসেছেন। তারপর আট দিন কেটে গিয়েছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। মঙ্গলবারই তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিষড়ায় জওয়ানের বাড়িতে। তাঁর মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন।

