DYFI Brigade: ডানকুনি টোল প্লাজায় বাম কর্মীদের বাস থেকে নামিয়ে দিল পুলিশ

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2024 | 11:58 AM

DYFI Brigade: জানা গিয়েছে, কোনও রকম দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ দিন সকাল নাগাদ একটি বাসকে আটকে দেন পুলিশ কর্মীরা। নামিয়ে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। বাসটি এতটাই ভর্তি ছিল যে তাতে মাছিও গলতে পারবে না।

DYFI Brigade: ডানকুনি টোল প্লাজায় বাম কর্মীদের বাস থেকে নামিয়ে দিল পুলিশ
বাম কর্মীদের নামিয়ে দিল পুলিশ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডানকুনি: সকাল থেকেই ব্রিগেডের ময়দানে চড়ছে পারদ। কলকাতা তো বটেই জেলাগুলি থেকে প্রচুর মানুষ যাচ্ছেন যাচ্ছেন ময়দানে। সিপিএম নেতা কর্মীদের মধ্যে কেউ বাস ভাড়া করেছেন, কেউ ট্রেনে, কেউ আবার জলপথেই ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর বক্তৃতা শুনতে আসছেন। এর মধ্যেই আবার ডানকুনি টোল প্লাজার কাছে বাস আটকে বাম কর্মীদের নামিয়ে দিল পুলিশ।

জানা গিয়েছে, কোনও রকম দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ দিন সকাল নাগাদ একটি বাসকে আটকে দেন পুলিশ কর্মীরা। নামিয়ে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। বাসটি এতটাই ভর্তি ছিল যে তাতে মাছিও গলতে পারবে না। বাসের ভিতর তো বটেই, ছাদের উপরও বসে ছিলেন কর্মীরা। আর এই ঝুঁকিপূর্ণ যাতায়াতে যে কোনও সময় ঘটে যেতে পারে অঘটন। তাই টোল প্লাজার কাছে আসতেই বাস থেকে একাধিক বাম কর্মী সমর্থককে নামিয়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বামেদের সবচেয়ে বড় ব্রিগেড। ২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে কলকাতায়। ফের বাম যুব ফ্রন্টের হাত ধরেই উড়তে চলেছে লাল পতাকা। ফলে বাম কর্মী-সমর্থকদের উন্মাদনা চরমে। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড নিয়ে বার্তা দিয়েছেন। তিনি শুভ কামনা জানিয়েছেন ব্রিগেড সফল হওয়ার।

Next Article