OTP শেয়ার না করেও পড়তে পারেন ফাঁদে! সাবধান হোন এই নতুন জাল থেকে

Ashique Insan | Edited By: Soumya Saha

Jun 25, 2024 | 9:58 PM

Cyber Crime: পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "শহরের বয়স্ক মানুষরা অনেক সময় সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ফেসবুকের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাঁদের প্রতারনা করা হচ্ছে। কিছুদিন আগে এমনই একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে।"

OTP শেয়ার না করেও পড়তে পারেন ফাঁদে! সাবধান হোন এই নতুন জাল থেকে
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

হুগলি: সাইবার জালিয়াতদের খপ্পরে পড়ে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে জমানো টাকা খোয়ালেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। প্যান ভেরিফিকেশনের নাম করে ফোন এসেছিল। সেখানে ওটিপি চাওয়া হয়েছিল। আর সেই ওটিপি দিতেই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভেঙে নিমেষে গায়েব ২ লাখ ২৫ হাজার টাকা। শুধু এই একটি ঘটনা নয়, সাম্প্রতিককালে মাঝে মধ্যেই এমন বিস্তর অভিযোগ জমা পড়ছে চন্দননগর সাইবার ক্রাইম থানায়। এমন অবস্থায় তাই এবার সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ সাইবার সচেতনা শিবিরের আয়োজন করা হয় চুঁচুড়ার রবীন্দ্রসদনে। সাইবার ক্রাইম কী কী ভাবে হয়, কীভাবে এর থেকে সতর্ক থাকতে হবে, সেই সব বিষয় বোঝানো হয় সাধারণ মানুষজনকে।

মঙ্গলবার এই বিশেষ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি ঈশানী পাল, অর্নব বিশ্বাস, এসিপি ইসরাত জাহান, সুমন চট্টোপাধ্যায়, জয়ন্ত দাস এবং বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞ অজয় গঙ্গোপাধ্যায়। কতরকমভাবে সাইবার জালিয়াতি চলে, শেয়ার বাজারে বিনিয়োগের টোপ থেকে শুরু করে জিনিসপত্র কেনাবেচার অ্যাপ এমনকী হোটেল বুকিংয়ের নামেও চলছে প্রতারণা। কোনও কোনও ক্ষেত্রে আবার ওটিপি চাওয়ার বদলে পাঠানো হচ্ছে এপিকে ফাইলের লিঙ্ক। সেখানে একবার ক্লিক করলেই সর্বনাশ। কীভাবে এসব থেকে সাবধান থাকা যায়, তা নিয়েই আজ অডিয়ো ভিসুয়াল মাধ্যমে প্রজেক্টরের সাহায্যে সাইবার অপরাধের বিভিন্ন ধরন মানুষকে বোঝানো হয়।

পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “শহরের বয়স্ক মানুষরা অনেক সময় সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ফেসবুকের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাঁদের প্রতারনা করা হচ্ছে। কিছুদিন আগে এমনই একটি অভিযোগ এসেছিল আমাদের কাছে। এক বৃদ্ধ এরকম প্রতারণার শিকার হয়ে ১৪ লাখ টাকা খুইয়েছিলেন। তারপর আরও টাকার চাপ আসায়, তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সেই ঘটনার তদন্তে আমরা রাজস্থান থেকে একটি গ্যাংকে গ্রেফতার করি।”

বিধাননগর পুলিশের সাইবার বিশেষজ্ঞ অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নম্বর সার্চ করলে ফর্ডস্টার এপিকে ফাইল পাঠিয়ে দিতে পারে। সেখানে ডবল ক্লিক করলেই ডাউনলোড হয়ে যায়।এর ফলে মেসেজ এবং কল ফরওয়ার্ড হয়ে যায়। ফলে ওটিপি ছাড়াই প্রতারণা করতে পারে। বিভিন্ন জায়গায় মোবাইল নম্বর দেওয়ার হয়।সেখান থেকে ডেটাবেস বিক্রি হয়।” তাঁর পরামর্শ, ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে শুধু পরিচিতদের সঙ্গেই বন্ধুত্ব করা উচিত। অপরিচিত কাউকে ফ্রেন্ড লিস্টে যোগ করলে সমস্যার সম্ভাবনা বেড়ে যায় বলেই মত তাঁর। পাশাপাশি নিজের ছবি শেয়ার করার ক্ষেত্রেও আরও সাবধানী হওয়ার পরমার্শ দেন সাইবার বিশেষজ্ঞ অজয় গঙ্গোপাধ্যায়।

Next Article