Cyber Crime: ফোনে কথা বলতে বলেই অ্য়াকাউন্ট ফাঁকা করল প্রতারক, উধাও সব টাকা
Cyber Crime: প্রথমে ক্রেডিট কার্ড না থাকা সত্ত্বেই সেখান থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে। আর তারপরই প্রতারকের ফাঁদে পা দেন অয়ন।
হুগলি : সাইবার প্রতারণার ঘটনা এখন নতুন নয়। নানা রকম ফাঁদ পেতে রাখে প্রতারকরা। আর তাতে পা দিলেই বিপদ। এবার সেরকমই এক ঘটনার শিকার হলেন অয়ন সাহা নামে এক যুবক। তাঁর সঙ্গে ফোনে কথা বলতে বলতেই সব টাকা সরিয়ে নিলেন প্রতারক। হুগলির শ্রীরামপুর নেহেরুনগরের বাসিন্দা অয়ন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮৫ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়েই প্রতারণা করা হয় বলে জানা গিয়েছে। শ্রীরামপুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন অয়ন।
ক্রেডিট কার্ড ব্যবহার না করা সত্ত্বেও তাঁর ফোনে মেসেজ আসে যে তিনি ক্রেডিট কার্ড ব্যবহার করে জিনিস কিনেছেন। পরে কার্ড ব্লক করার নামে জালিয়াতি করা হয়। ফোনে ডেবিট কার্ডের নম্বর জেনে নিয়ে টাকা হাতিয়ে নেন প্রতারক।
এ ভাবেই সাইবার জালিয়াতির শিকার হলেন শ্রীরামপুর নেহেরুনগরের বাসিন্দা অয়ন সাহা। তাঁর মোবাইলে মার্চ মাসে একটি এসএমএস আসে। তিনি নাকি তাঁর স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে তা থেকে ১০ হাজার টাকা খরচ করেছেন। অথচ অয়ন বাবু জানান, তিনি সেই টাকা খরচই করেননি। এরপরই তিনি ব্যাঙ্কে যোগাযোগ করেন।
এরপর গত ১৪ এপ্রিল রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে তাঁকে জানানো হয়, তিনি যেহেতু টাকাটা খরচ করেননি অথচ টাকা কাটা হয়েছে তাই কার্ডটি অতি শীঘ্রই ব্লক করা প্রয়োজন। তাতে রাজিও হন অয়ন বাবু। এরপর তাঁকে বলা হয়, তাঁর ডেবিট কার্ডটি ব্লক করতে কিছু তথ্য দরকার। সেই মত কার্ডের নম্বর, সিভিভি নম্বরও জেনে নেন প্রতারক। এরপরই অয়ন বাবুর সঙ্গে ফোনে কথা বলতে বলতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় ৮৫ হাজার টাকা সরিয়ে নেন প্রতারক।
ফোন রেখে অ্যাকাউন্ট চেক করে অয়ন বাবু দেখেন তাঁর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গিয়েছে। অয়ন বাবু জানান, তিনি অ্যাকাউন্ট চেক করে দেখেন কয়েক ধাপে টাকা ট্রান্সফার হয়েছে। টাকা ট্রান্সফার হয়েছে ফোন পে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে। একটা এয়ার লাইনসে টিকিট কাটার চেষ্টাও করা হয়, কিন্তু তাঁর অ্যাকাউন্টে আর টাকা না থাকায় সেটা কাটতে পারেনি প্রতারক। এরপর শ্রীরামপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন অয়ন বাবু। পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় আজ অভিযোগ করেন তিনি।