Dacoity: শীতের রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি খড়দায়, চন্দননগরের ছক বানচাল করল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 06, 2023 | 2:11 PM

Dacoity: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,  এরপরেই পুলিশ তাঁদের তাড়া করে চার জন যুবককে গ্রেফতার করে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে।

Dacoity: শীতের রাতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি খড়দায়, চন্দননগরের ছক বানচাল করল পুলিশ
বাঁ দিকে ধৃত দুষ্কৃতী

Follow Us

হুগলি ও উত্তর ২৪ পরগনা: ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই ডাকাতির উদ্দশ্যে জড়ো হওয়া ডাকাত দলকে গ্রেফতার করল পুলিশ। বড়সড় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার  রাতে ব্যান্ডেল ইএসআই সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে কাছে জড়ো হয় কিছু যুবক। সেই সময় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের টহলদারি গাড়ির নজরে আসে ওই যুবকদের। পুলিশের গাড়ি দেখে যুবকরা পালাতে গেলে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ নুর মহম্মদ, শিবা তুড়ি, রোহিত দাব ও সুমিত বাল্মীকি।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন,  এরপরেই পুলিশ তাঁদের তাড়া করে চার জন যুবককে গ্রেফতার করে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন  এই চার যুবককে গ্রেফতার করে চুঁচুড়া থানায় নিয়ে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ধৃতদের মধ্যে দুজন ব্যান্ডেল সাহেবপাড়া, একজন পাঞ্জাবিপাড়া এবং একজন ব্যান্ডেল বনমসজিদের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৬এমএম পাইপগান, ভোজালি ও রড। আজ ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়।

শীতের রাতে রাজ্যের একাধিক জায়গায়তেই ডাকাতির ছক কষছে দুষ্কৃতীরা। ভোর রাতে খড়দহের ডাঙ্গাডিঙলা এলাকায় এক প্লাস্টিকের কারখানায় চারজন দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে ঢোকে। কারখানার নিরাপত্তা থাকা ব্যক্তিকে ধারাল অস্ত্র দেখিয়ে মারধর করে। আনুমানিক ৩৪ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ কারখানার মালিকের। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে কারখানা চত্বরে। ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Next Article