Hooghly: দরজায় নক করেও সাড়া পাওয়া যায়নি, পরে যুবতীর অবস্থা দেখে আঁতক উঠল প্রতিবেশীরা
Dead body found in flat: ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য উপস্থিত হন। তিনি জানান, যুবতী একাই থাকতেন। গত মঙ্গলবার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সংক্রান্ত খোঁজ নিতে ওই আবাসনে গিয়েছিলেন। তখন দরজা নক করেও দীপশিখার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।

হুগলি: কয়েকদিন ধরে ফ্ল্যাটের বাইরে বেরোননি। কোনও সাড়াশব্দও পাওয়া যায়নি। শেষপর্যন্ত ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলেন প্রতিবেশীরা। তারপরই বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল যুবতীর পচাগলা মৃতদেহ। মৃতের নাম দীপশিখা গোস্বামী(২৯)। ঘটনাটি হুগলির বৈদ্যবাটি পৌরসভার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপশিখা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। ফ্ল্যাটে একাই থাকতেন। এক দিদি রয়েছেন। উত্তরপাড়ায় বিয়ে হয়েছে তাঁর। গত কয়েকদিন ধরে ওই যুবতীকে দেখা যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবতীর কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেই যুবতীর মৃত্যু হয়েছে বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য উপস্থিত হন। তিনি জানান, যুবতী একাই থাকতেন। গত মঙ্গলবার পৌরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গি সংক্রান্ত খোঁজ নিতে ওই আবাসনে গিয়েছিলেন। তখন দরজায় নক করেও দীপশিখার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এখন আবাসনের অন্য বাসিন্দারা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। যুবতীর দিদিকেও ডাকা হয়। তাঁর সামনেই দরজা খুলে মৃতদেহ উদ্ধার করা হয়। যুবতী বাথরুমের মধ্যে পড়েছিলেন।
ওই আবাসনের এক বাসিন্দা বলেন, “ফ্ল্যাটটি ওই যুবতীর। একাই থাকতেন। আমরা পচা গন্ধ পাওয়ার পর সবাই মিলে গিয়ে ফ্ল্যাটে বেল বাজানো হয়। কিন্তু, কেউ দরজা খোলেননি। তখনই পুলিশে খবর দেওয়া হয়।” ওই যুবতীর সঙ্গে দেখা করতে কেউ এসেছিলেন কি না, তা অবশ্য বলতে পারছেন না প্রতিবেশীরা।
