হুগলি: বর্ষা এলেই ডেঙ্গি আতঙ্কে কাঁপে হুগলির বিস্তীর্ণ এলাকা। এবারও ডেঙ্গির দাপট শুরু। বলাগড় ব্লকে ময়দানে খোদ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্পেশাল স্ক্রিনিং,বাড়ি বাড়ি গিয়ে জ্বরের খোঁজ নিচ্ছেন তিনি। বলাগড় ব্লকে ৩২ জন ডেঙ্গি আক্রান্ত বলে খবর। শুধু গুপ্তিপাড়া-১ গ্রামপঞ্চায়েতেই সংখ্যাটা ২৪ জন বলে জানা যাচ্ছে।
সারদানগর গ্রামে ২১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। শনিবার সেই গ্রামে স্পেশ্যাল স্ক্রিনিং ক্যাম্প করা হয়। হুগলি সিএমওএইচ মৃগাঙ্কমৌলি কর, এসিএমওএইচ সৌমেন দত্ত, বলাগড়ের বিএমওএইচ জয়দীপ বড়ুয়া সকলেই ছিলেন সেখানে।
ডানকুনি, চাপদানি, রিষড়া, চুঁচুড়া পুরএলাকায় ডেঙ্গির বেশি প্রকোপ। ব্লকের মধ্যে বলাগড়, মগরা ভাবাচ্ছে জেলা স্বাস্থ্য দফতরকে। জাঙ্গিপাড়ার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মূলত নিকাশি নালা নিয়ে অভিযোগ সিএমওএইচের। মৃগাঙ্কমৌলি কর বলেন, “এটা তো ম্যানমেইড। মানুষ যত বাড়িতে জল জমিয়ে রাখবেন, মশার বংশ বাড়বে। এলাকায়ও জল জমা মানেই বিপদ বাড়বে। আমরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনও করি। মানুষ সচেতন হলে আমরা এই বিপদ নিয়ন্ত্রণ করতে পারব।”
জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা করানোর কথা বলছেন স্বাস্থ্য কর্তারা। হুগলি জেলায় চলতি বছরে ১৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর থেকে প্রতিটা ব্লক, মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালে ডেঙ্গি পরীক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিদিন সেখানে রক্ত পরীক্ষাও করা হচ্ছে।