Hooghly: কলেই কেলেঙ্কারি! জল খেতেই বিপদ? হুগলিতে মৃত্যুর কোলে দুই, ভয়ঙ্করভাবে অসুস্থ আরও ৩২

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2024 | 1:42 PM

Hooghly: ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েতের হাত ধরে খবর গিয়ে পৌঁছেছে স্বাস্থ্য় দফতরের কানে। তারপরই দ্রুত গ্রামে থাকা দু’টি পানীয় জল খুলে ফেলা হয়েছে। গ্রামে দু’টি পুকুর রয়েছে। সেখানেও ঝুলছে ব্যানার।

Hooghly: কলেই কেলেঙ্কারি! জল খেতেই বিপদ? হুগলিতে মৃত্যুর কোলে দুই, ভয়ঙ্করভাবে অসুস্থ আরও ৩২
আলাদা ট্যাঙ্ক নিয়ে এসে চলছে পানীয় জল সরবরাহের কাজ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বলাগড়: জল খেয়ে গেল প্রাণ? অন্তত তেমনটাই সন্দেহ এলাকার লোকজনের। ইতিমধ্যেই চোখ বুঝেছেন দু’জন। আক্রান্ত আরও ৩২। মৃতদের নাম মাতাল টুডু(৫০) ও বনি কিস্কু(৬০)। তাঁদের ভর্তি করা হয়েছিল পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু, শারীরিক অবস্থার এতই অবনতি হতে থাকে যে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাঁদের। চাঞ্চল্যকর ঘটনা হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলিয়াপাড়া গ্রামে। গত রবিবার থেকে সেখানে থাবা বসিয়েছে ডায়ারিয়া। দিন যত যাচ্ছে ততই এক এক করে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। এলাকার লোকজনের সন্দেহ পাড়ায় যে পানীয় জলের কল রয়েছে সেই জল খেয়েই হচ্ছে বিপদ। 

এদিকে ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েতের হাত ধরে খবর গিয়ে পৌঁছেছে স্বাস্থ্য় দফতরের কানে। তারপরই দ্রুত গ্রামে থাকা দু’টি পানীয় জল খুলে ফেলা হয়েছে। গ্রামে দু’টি পুকুর রয়েছে। সেখানেও ঝুলছে ব্যানার। কেউ যাতে পুকুরের জল না খান, না ব্যবহার করেন সে বিষয়ে প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে। আপাতত আলাদা জলের ট্যাঙ্ক নিয়ে এসে গ্রামবাসীদের পানীয় জলের চাহিদা মেটানো হচ্ছে। 

ইতিমধ্যেই যে জল খেয়ে বিপদ ঘনিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার নমুণা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অনেকেই অসুস্থতা বাড়ায় ভর্তি হয়েছেন হাসপাতালে। বাকিদের স্বাস্থ্যের দেখভালের জন্য গ্রামে বসেছে মেডিকেল টিম। সারাদিন টহল দিচ্ছেন আশা কর্মী থেকে স্বাস্থ্য কর্মীরা। ইতিমধ্যেই ব্লকের স্বাস্থ্য দফতর থেকে টিম সেখানে গিয়েছিল। জেলার স্বাস্থ্য বিভাগের তরফে লোকজন আসার কথা রয়েছে। 

Next Article