Haripal: ডাকাতিয়া খাল যেন ডাকাত, কয়েকশো ধান-জমি ‘লুঠ’ রাতারাতি

Sanath Majhi | Edited By: সায়নী জোয়ারদার

Aug 03, 2024 | 8:56 PM

Haripal: হরিপাল ব্লকের উপর দিয়ে ডাকাতিয়া খাল বয়ে গিয়েছে। অভিযোগ, এই খালের জল বেড়ে এলাকার ৪-৫টি গ্রামের কয়েকশো বিঘা জমি ডুবিয়েছে। সংস্কার করলে এদিন দেখতে হতো না বলে দাবি তাঁদের। স্থানীয় সূত্রে খবর, ২০১৬ সাল পযন্ত ডাকাতিয়া খাল সংস্কার করা হয়েছিল। তার পর থেকে আর খাল সংস্কার হয়নি।

Haripal: ডাকাতিয়া খাল যেন ডাকাত, কয়েকশো ধান-জমি লুঠ রাতারাতি
বিঘার পর বিঘা ধানের জমি জলের নিচে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: দিনের পর দিন খাল সংস্কার হয়নি বলে অভিযোগ। ভরা বর্ষায় সেই খালের জলই ডুবিয়ে ছাড়ল কয়েকশো বিঘা ধানের জমি। খালের উপচে পড়া জলের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হরিপাল ব্লকের চাষিরা। বিরোধীদের অভিযোগ, সরকার কোনও উদ্যোগ নেয় না খাল সংস্কারের। সে কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে শাসকদলের দাবি, এই সরকারই খাল সংস্কার করে। কিন্তু ডিভিসি না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি তৈরি হল। রাজনৈতিক তরজা চলছেই, তবে কপালে হাত চাষিদের।

হরিপাল ব্লকের উপর দিয়ে ডাকাতিয়া খাল বয়ে গিয়েছে। অভিযোগ, এই খালের জল বেড়ে এলাকার ৪-৫টি গ্রামের কয়েকশো বিঘা জমি ডুবিয়েছে। সংস্কার করলে এদিন দেখতে হতো না বলে দাবি তাঁদের। স্থানীয় সূত্রে খবর, ২০১৬ সাল পযন্ত ডাকাতিয়া খাল সংস্কার করা হয়েছিল। তার পর থেকে আর খাল সংস্কার হয়নি।

সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মিন্টু বেরা বলেন, “ডাকাতিয়া খাল সংস্কারের নামে তছরূপ হয়েছে। ঠিকভাবে তা সংস্কার না করায় কৃষকদের রবি ফসলের ধান জলের তলায় চলে গিয়েছে। নতুন করে বীজ বপণ করতে হবে। এই ক্ষতির দায় সরকার কি নেবে? পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি কী করছিল?”

এ বিষয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাবলু গায়েন বলেন, “আগে প্রায়ই জল উঠত। খাল সংস্কার করেন মন্ত্রী বেচারাম মান্না। এবার হঠাৎ ডিভিসি জল ছেড়ে দিয়েছে। তৈরি করা বন্যা। কয়েকদিন আগেও জল ছিল না। এখন অতি বৃষ্টি হচ্ছে, রাজ্যকে না জানিয়ে প্রচুর জল ছাড়িয়ে এই বিপদে ফেলা হল। আমরা দ্রুত জল নামার বিষয়ে চেষ্টা করছি।” তবে

Next Article