হুগলি: করোনা (COVID-19) সংক্রমণের কোপে পড়তে হচ্ছে আবশ্যক পরিষেবাকেও। কোথাও চিকিৎসক, নার্সরা সংক্রমিত হওয়ায় বন্ধ রাখতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। কোথাও আবার কর্মীরা কোভিড-১৯ পজিটিভ বলে বন্ধ ব্যাঙ্ক। হুগলির গোঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা কোভিড পজিটিভ হওয়ায় বন্ধ করে দেওয়া হল ব্যাঙ্কের যাবতীয় বিভাগের কাজকর্ম। আপাতত পরিষেবা বন্ধ থাকছে বলে নোটিস ঝোলানো হয়েছে ব্যাঙ্কের সামনে। অন্যদিকে শুক্রবার গ্রাহক পরিষেবায় সময় কমানোর আর্জি জানানো হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC)-এর তরফে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিয়েছেন সংগঠনের সদস্যরা।
কোভিড পরিস্থিতিতে হিমশিম অবস্থা ব্যাঙ্কের। প্রতিদিন এত লোকজনের যাতায়াতে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। বদ্ধ জায়গায় এত মানুষ একসঙ্গে থাকার ফলে ক্রমেই বিপদ বাড়ছে। এরইমধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গোঘাট শাখার কর্মীরা করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় পরিষেবা দেওয়া ঝুঁকিপূর্ণ বলে সাময়িকভাবে ব্যাঙ্ক বন্ধেরও নোটিস প্রবেশদ্বারে আটকানো হয়েছে। স্বভাবতই এমন ঘটনায় মহা ফাঁপড়ে গ্রাহকরা। যদিও ব্যাঙ্কের তরফে কারও বক্তব্য মেলেনি।
আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের! ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন
অন্যদিকে শুক্রবার গ্রাহক পরিষেবায় সময় কমানোর আর্জি জানানো হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের তরফে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা দিতে চান ব্যাঙ্ক কর্মীরা। সেই মর্মেই মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। এখন সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি ব্যাঙ্ক খোলা থাকলেও অতিমারি পরিস্থিতিতে যাতে সময় কিছুটা কমানো হয় সে আর্জিই জানানো হয়েছে। এআইবিওসি পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাসের দাবি, ব্যাঙ্ক কর্মীদের একটা বড় অংশ করোনা আক্রান্ত। তাছাড়া ভোটের কাজেও ব্যাঙ্ককর্মীদের বড় অংশ ব্যস্ত। সে কারণেই এই আবেদন।