করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের! ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন

মে এবং জুন মাসে এই রেশন দেবে ভারত সরকার (Government of India)।

করোনা পরিস্থিতিতে বড় ঘোষণা কেন্দ্রের! ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 6:25 PM

নয়া দিল্লি: করোনা (COVID-19) পরিস্থিতিতে বড় ঘোষণা মোদী সরকারের। বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্নযোজনায় এই রেশন দেওয়া হবে। এর জন্য কেন্দ্রের খরচ হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

গত বছর অতিমারি যখন ভয়াবহ চেহারা নেয় দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্নযোজনার। লকডাউনে বহু মানুষ কাজ হারান। চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হয় দেশ। টাকাপয়সার অভাবে দু’বেলা খাদ্য জোগার করাও এক প্রকার অসম্ভব হয়ে উঠছিল দুঃস্থদের। সে সময় এই যোজনা স্বস্তি দিয়েছিল তাঁদের। নভেম্বর পর্যন্ত বিনা পয়সায় রেশন দিয়েছিল ভারত সরকার।

এরপর আস্তে আস্তে ‘তালা খোলা’ শুরু হয় দেশজুড়ে। ‘আনলক’ ভারত ফিরতে থাকে পুরনো ছন্দে। কিন্তু সম্প্রতি আবারও কোভিডের বাড়বাড়ন্তে পর্যুদস্ত সারা দেশ। একাধিক রাজ্যে মারণরূপ নিয়েছে এই ভাইরাস। কোথাও আংশিক লকডাউন চলছে, কোথাও জারি করা হয়েছে নাইট কার্ফু। সবদিক বিচার করেই ফের ভারত সরকারের তরফে চালু করা হল এই যোজনা।

আগামী মে ও জুন মাসে ৮০ কোটি মানুষ বিনা পয়সায় এই রেশন পাবেন। ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তাঁদের। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউকে সামলাতে দেশের মানুষের যথাযথ পুষ্টি দরকার। গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২২৬৩ জনের। এই পরিস্থিতিতে গরীবদের যাতে অন্নসঙ্কটে ভুগতে না হয় সে কথা মাথায় রেখেই নতুন করে এই যোজনা চালু করা হচ্ছে।