Durga Puja 2024: শুধু অনুদানই ফেরাল না, সঙ্গে আরও বড় সিদ্ধান্ত নিল নামী এই পুজো কমিটি

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2024 | 6:46 PM

Durga Puja 2024: আরজি কর ঘটনার প্রতিবাদে এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি কোন্নগরের তিনটি পুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। আর এবার সেই তালিকায় শ্রীরামপুর কলোনির পুজো। এবার এই পুজো কমিটির প্লাটিনাম জুবিলী বর্ষ।

Durga Puja 2024: শুধু অনুদানই ফেরাল না, সঙ্গে আরও বড় সিদ্ধান্ত নিল নামী এই পুজো কমিটি
ফাইল চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

শ্রীরামপুর: তিলোত্তমার ঘটনার প্রতিবাদে পুজোর অনুদান ফিরিয়েছে একাধিক দুর্গোৎসব কমিটি। এবার সেই একই পথে হাঁটল হুগলির শ্রীরামপুরের একটি পুজো কমিটি। তবে তারা শুধু অনুদান ফিরিয়েছে তা নয়, সঙ্গে বিদ্যুতের বিলের ছাড়ও নেবে না বলেও ঘোষণা করেছে শ্রীরামপুরের একটি দুর্গাপুজো কমিটি। চাঁদা তুলেই হবে পুজো। সিদ্ধান্ত পুজো কমিটির।

আরজি কর ঘটনার প্রতিবাদে এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি কোন্নগরের তিনটি পুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। আর এবার সেই তালিকায় শ্রীরামপুর কলোনির পুজো। এবার এই পুজো কমিটির প্লাটিনাম জুবলি বর্ষ। সেই কারণে সদস্যরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন আরজি করের ঘটনার প্রতিবাদে তারা পুজোর অনুদানের ৮৫ হাজার টাকা নেবেন না।

পুজো কমিটির সহ-সভাপতি বনবিহারী দত্ত বনিক বলেন,”মা আসার আগেই মেয়ের বিদায় হয়ে গিয়েছে। তাই উৎসবে ফিরতে মন চাইছে না। তবে দুর্গাপুজো হবে নিয়ম মেনে। শুধু পুজোর অনুদান না, সরকার যে বিদ্যুতের ছাড় দেবে বলেছিল সেই ছাড়ও আমরা নিচ্ছি না। ১০০ শতাংশ বিদ্যুতের দাম মিটিয়ে পুজো হবে। আর এতেই এলাকার মানুষ খুশি হয়ে বেশি করে চাঁদা দিচ্ছে।”

পুজো কমিটির সম্পাদক তপন ঘোষ বলেন,”আরজি করের ঘটনা আমাদের ভীষণভাবে বিচলিত করেছে। পুজোর সঙ্গে যুক্ত সবাই একটি সভা ডাকতে বলে। সেই সভায় ৯০ শতাংশ সদস্য পুজোর অনুদানের সঙ্গে বিদ্যুতের বিলের যে ছাড়ের কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটাও নেবে না বলে জানিয়ে দেয়। তাই আমরা এবারে পুজোর অনুদান নিচ্ছি না বিদ্যুতের বিলের ছাড়ও আমরা প্রত্যাখ্যান করছি।”

Next Article