TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Oct 13, 2022 | 9:18 PM
প্রতিবছরই জগন্নাথের রথের (Rath Yatra) উৎসহে মেতে ওঠে গোটা বাংলা। শ্রীরামপুরের মাহেশের রথের মেলা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। উৎসবের রেশ থাকে উল্টোরথ পর্যন্ত। কিন্তু কখনও দুর্গাপুজোর (Durgapuja 2022) শেষে উল্টো রথের কথা শুনেছেন?
বিজয়া দশমীর দিন বিকালে রাবণ কাটা রথের মেলা বসে হুগলির গোঘাটে। নিয়ম মেনে কিছুদিন পর হয় উল্টোরথের মেলা।
প্রতিবছরই মেলায় ভিড় করেন জেলার হাজার হাজার মানুষ। আশেপাশের জেলা থেকেও রথের মেলা দেখতে আসেন প্রচুর মানুষ।
সূত্রের খবর, ৭০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই উৎসব। রথের মেলাকে কেন্দ্র করে প্রতিবছর যে জনসমাগম হয় তাও রীতিমতো দেখার মতো।
বর্তমানে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমাতে গোটা রাজ্যজুড়েই চলছে জোরদার প্রচারাভিযান। এরইমধ্যে গোঘাটে রাবণ কাটা উল্টো রথের মেলায় বিক্রি হল বাঁশের কাঠির ঝুড়ি, পেতে, কুলো।
প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে বাঁশের কাঠির ঝুড়ি, পেতে, কুলোর মতো সহজে পচনশীল বস্তুর ব্যবহার বাড়লে তা প্রকৃতির জন্য যে খুব উপকারী তা মানছেন পরিবেশবিদরা। গোঘাট তো বটেই আশেপাশের বহু এলাকার মানুষ এই রথের মেলায় আসেন বাঁশের তৈরি জিনিস কিনতে।
পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিক্রেতারা বাঁশের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে এই রথে আসেন বিক্রি করতে। এছাড়াও নানা ধরনের দোকান বসে এই মেলায়।