DYFI: স্বচ্ছ নিয়োগের দাবিতে DYFI-এর অভিযান, লাঠিপেটা পুলিশের

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 13, 2023 | 4:51 PM

DYFI: সোমবার ডিওয়াইএফআই (DYFI)-এর তরফে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি ও  জেলা কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জীর পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়।

DYFI: স্বচ্ছ নিয়োগের দাবিতে DYFI-এর অভিযান, লাঠিপেটা পুলিশের
পুলিশের লাঠিপেটা DYFI কর্মীদের (নিজস্ব চিত্র)

Follow Us

চুঁচুড়া: ধুন্ধুমার পরিস্থিতি হুগলির চুঁচুড়ায়। ডিওয়াইএফআই (DYFI)-এর জেলা পরিষদ ঘেরাও অভিযানে লাঠিপেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আন্দোলনকারীদের সামাল দিতে লাঠিপেটা করা হয়েছে বলে জানা গিয়েছে। জখম বেশ কয়েকজন। সোমবার ডিওয়াইএফআই (DYFI)-এর তরফে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি ও  জেলা কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জীর পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়।

আজ চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচি ছিল ডিওয়াইএফআই-এর। সেই মত চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত করে ডিওয়াইএফআই কর্মীরা। এরপর তাঁরা মিছিল করে জেলা পরিষদের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ওঠে ।

প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই শুরু হয় গন্ডগোল। তাঁদের সামাল দিতে লাঠিপেটা শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। ঘটনায় পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মী। এ দিকে দুজন পুলিশ কর্মীকে মাটিতে পড়ে যেতেও দেখা যায়।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জী। এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয় যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তারপরই নাম জড়ায় শান্তনু ব্যানার্জীর। অন্যদিকে হাই কোর্টের নির্দেশে বিদ্যালয়ের চাকরি খোওয়ান হুগলি জেলা পরিষদের সদস্যা টুম্পা মেটে। এইসকল বিষয়কেই কেন্দ্র করে এ দিনের অভিযান ছিল।

এই বিষয়ে ডিওয়াইএফআই জেলা প্রেসিডেন্ট সুমন মাল ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন,”শান্তনু ব্যানার্জী ইডির হাতে গ্রেফতার হয়েছেন। তাই তাঁকে জেলা পরিষদ থেকে বরখাস্ত করতে হবে। সেই দাবিতে জেলা পরিষদে আমরা সংগঠনের তরফে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মীদের বাধা দেয়, লাঠিচার্জ করে। ঘটনায় আমাদের বেশ কিছু কর্মী আহত হয়েছে। তাঁদের চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং বেশ কিছু কর্মীকে আটকে করেছে পুলিশ। তাঁদের না ছাড়লে আমরা কেও এখান থেকে যাব না। শান্তনু ব্যানার্জীকে জেলা পরিষদের পদ থেকে বরখাস্ত না করলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।”

Next Article