Elephant Attack: হাতির হামলায় মৃত্যু, পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দিল প্রশাসন

Tanmoy Bairagi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 15, 2023 | 10:03 AM

Goghat: হাতির হানায় গোঘাটের কুমুড়সা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ ধাড়া মারাত্মক ভাবে জখম হয়ে ছিলেন। তাঁকে প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করহা হয়।

Elephant Attack: হাতির হামলায় মৃত্যু, পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দিল প্রশাসন
হাতির হামলায় ৫ লক্ষ টাকার চেক (নিজস্ব ছবি)

Follow Us

গোঘাট: হাতির দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বাসিন্দারা। এমনকী মৃত্যুও হয়েছিল এক ব্যক্তির। সেই ঘটনার পর মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল।

হাতির হানায় গোঘাটের কুমুড়সা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ ধাড়া মারাত্মক ভাবে জখম হয়ে ছিলেন। তাঁকে প্রথমে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করহা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাতির আক্রমণে এই মৃত্যুর ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া। গোটা গ্রামও শোক স্তব্ধ হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর আবেদন ওঠে।

এরপরই আরামবাগের এসডিও (SDO) শুভাসিনি ই, গোঘাট ১ নং বিডিও সুরশ্রী পাল এবং বনদফতরের এক আধিকারিক তাঁর বাড়িতে মঙ্গলবার বিকালে হাজির হন। এসডিও তাঁর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। পরবর্তী পর্যায়ে আরও পাশে থাকবেন বলেও জানান তিনি। এর পাশাপাশি বন দফতরের পক্ষ থেকে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করতে যা খরচ হয়েছিল তা দেওয়া হয়। যদিও মৃতের স্ত্রী ঝর্ণা ধাড়া, তাঁর পরিবারের একজন কাজ দেওয়ার আবেদন জানান।

Next Article