ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখাকে আয়ত্তে আনতে দমকলের ১০টি ইঞ্জিন

Mar 11, 2021 | 11:45 PM

আগুন (Fire) নেভাতে চুঁচুড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, পাণ্ডুয়া, শ্রীরামপুর ও তারকেশ্বর থেকে দমকলের ইঞ্জিন আনা হয়।

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখাকে আয়ত্তে আনতে দমকলের ১০টি ইঞ্জিন
দাউ দাউ করে জ্বলছে কাঠের গোডাউন।

Follow Us

হুগলি: পোলবায় কাঠের গোডাউনে ভয়াবহ আগুন (Fire)। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। গোডাউনে দাহ্য বস্তু থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে পোলবা সুগন্ধা এরাঙ্গায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন হঠাৎই এলাকার লোকজন দেখেন দাউ দাউ করে কাঠের গোডাউনটি জ্বলছে। কালো ধোঁয়া কুণ্ডলী হয়ে বের হচ্ছে সেখান থেকে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে আসে। তবে এলাকায় জলাশয় না থাকায় জলের জন্য বেগ পেতে হয় দমকলকে। এরপর আরও পাঁচটি ইঞ্জিন আনে তারা।

আরও পড়ুন: ভোটের আগে উত্তর প্রদেশ-গুজরাট থেকে অস্ত্র আসছে, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয়র

চুঁচুড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, পাণ্ডুয়া, শ্রীরামপুর ও তারকেশ্বর থেকে দমকলের ইঞ্জিন আনা হয়। রাত ১১টা অবধি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে কারখানার সব শ্রমিকই বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।

Next Article