Durga puja 2021:পুজোর জৌলুস ওঁদের কাছে ফিকে! কেমন আছেন বন্যা দুর্গত মানুষগুলো?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 12, 2021 | 12:37 PM

Khanakul: শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব ওরা।

1 / 5
উৎসব মাতোয়ারা গোটা রাজ্য।  চারিদিকে আলোর জৌলুস। রোশনাই।  কিন্তু কেমন আছেন বন্যা বিধ্বস্ত মানুষগুলো?  খোঁজ নিল টিভি ৯ বাংলা।

উৎসব মাতোয়ারা গোটা রাজ্য। চারিদিকে আলোর জৌলুস। রোশনাই। কিন্তু কেমন আছেন বন্যা বিধ্বস্ত মানুষগুলো? খোঁজ নিল টিভি ৯ বাংলা।

2 / 5
আরামবাগ ও খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যায় ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রূপনারায়ণের বাঁধ ভেঙেছে খানাকুলে। তারকেশ্বরে বাঁধ ভেঙেছে আরামবাগের বিভিন্ন এলাকায়।

আরামবাগ ও খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যায় ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রূপনারায়ণের বাঁধ ভেঙেছে খানাকুলে। তারকেশ্বরে বাঁধ ভেঙেছে আরামবাগের বিভিন্ন এলাকায়।

3 / 5
গ্রামেগঞ্জে বাঁধভাঙ্গা জলের স্রোতে ভেঙে গিয়েছে শ'য়ে শ'য়ে মাটির বাড়ি পাকা বাড়ি। জামাকাপড়,বিছানা, রান্নার সরঞ্জাম, ছেলেমেয়েদের বই খাতা সব ই ভেসে গেছে। শেষ সম্বল টুকু নিয়ে উঠে আসতে পারেনি মানুষজন।

গ্রামেগঞ্জে বাঁধভাঙ্গা জলের স্রোতে ভেঙে গিয়েছে শ'য়ে শ'য়ে মাটির বাড়ি পাকা বাড়ি। জামাকাপড়,বিছানা, রান্নার সরঞ্জাম, ছেলেমেয়েদের বই খাতা সব ই ভেসে গেছে। শেষ সম্বল টুকু নিয়ে উঠে আসতে পারেনি মানুষজন।

4 / 5
উৎসবের দিনগুলিতেও বাঁধের ধারে অথবা রাজ্য সড়কের পাশে ত্রিপল এর নিচে আশ্রয় হয়েছে। রাতে ঘুটঘুটে অন্ধকারে থাকতে হচ্ছে। তাদের এখন খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই। পুজোর আনন্দ নেই। নতুন জামা-কাপড় হয়নি।

উৎসবের দিনগুলিতেও বাঁধের ধারে অথবা রাজ্য সড়কের পাশে ত্রিপল এর নিচে আশ্রয় হয়েছে। রাতে ঘুটঘুটে অন্ধকারে থাকতে হচ্ছে। তাদের এখন খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই। পুজোর আনন্দ নেই। নতুন জামা-কাপড় হয়নি।

5 / 5
 আর ভালো খাবার? সেতো এখন বিলাসিতা। কখনও একবেলা কখনও বা না খেয়েই দিন কাটাচ্ছেন ওরা। কপাল ভালো থাকলে কোনও রকমে আলু সেদ্ধ ভাত জুটছে।

আর ভালো খাবার? সেতো এখন বিলাসিতা। কখনও একবেলা কখনও বা না খেয়েই দিন কাটাচ্ছেন ওরা। কপাল ভালো থাকলে কোনও রকমে আলু সেদ্ধ ভাত জুটছে।

Next Photo Gallery