বিশ্বকাপে কোহলিদের ছক্কা, শামিদের বলের হিসাব রাখতে হবে তো! মুদি দোকান সামলে চুঁচুড়ার সূর্য চলল দুবাই

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 20, 2021 | 12:38 AM

পুরো নাম, সূর্যকান্ত পান্ডা। তাঁর স্কোরিং গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও জীবনে প্রতিষ্ঠার গ্রাফ সেই তিমিরে।

বিশ্বকাপে কোহলিদের ছক্কা, শামিদের বলের হিসাব রাখতে হবে তো! মুদি দোকান সামলে চুঁচুড়ার সূর্য চলল দুবাই
নিজস্ব চিত্র

Follow Us

হুগলি: অপেক্ষা আর মাস দেড়েকের। দুবাইয়ে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে অবশ্য রয়েছে আইপিএল-র অবশিষ্টাংশ। ক্রিকেটের এই দুই মেগা টুর্নামেন্ট আড়াই মাসের রোশনাই ভরে দিতে চলেছে চুঁচুড়ার সূর্যকান্তর জীবনে। বছরভর তাঁর পেশা ও পরিচিতি মুদি দোকানের কর্মী হিসেবে হলেও আইপিএল-র স্কোরার হিসেবে বেশ নাম-ডাক করে ফেলেছেন সূর্য। পুরো নাম, সূর্যকান্ত পান্ডা। তাঁর স্কোরিং গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও জীবনে প্রতিষ্ঠার গ্রাফ সেই তিমিরে।

গত বছর করোনার কারণে আইপিএল-এর জমজমাট আসর সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিতে যেতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এ বার দেশের মাটিতেই আইপিএল শুরু হয়েছিল, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ। বাকি খেলা সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ করা হবে বলে ঠিক হয়। ভারতে আইপিএল স্কোরিং-এর দায়িত্ব সামলানোর পর এবার আরবে গিয়ে বাকি কাজ করতে হবে সূর্যকে।

আইপিএল শেষ হলেই শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। শারজা, আবুধাবি, দুবাই-এর মাঠে কোহলি, রোহিত, স্টিভ স্মিত, জস বাটলারদের চার ছয়ের হিসাব রাখতে হবে সূর্যকে। তার সঙ্গে বুমরাহ, মহম্মদ শামি, বেন স্টোকস, সাকিবদের বলেরও হিসাব রাখতে হবে তাঁকে। দুটো আইপিএল খেলায় স্কোরারের দায়িত্ব সামলালেও বিশ্বকাপের মত বড় আসরে এই প্রথমবার যাচ্ছেন সূর্য। তাই স্বভাবতই রোমাঞ্চ লাগছে তাঁর। বিভিন্ন মাঠে যাওয়ার সুবাদে বিশ্বের প্রাক্তন ও বর্তমান দিকপাল ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়া ও ছবি তোলা একটা আলাদা অভিজ্ঞতা, বলেছেন সূর্য।

এক সময় অবশ্য নিজে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। আদতে ওড়িশার বালেশ্বরের বাসিন্দা সূর্যকান্ত পান্ডা। গত ২০ বছর ধরে থাকেন চুঁচুড়ায়। মুদিখানা দোকানে কাজ করেই পরিবারে যাবতীয় কর্তব্য পালন করেন। চুঁচুড়া মাঠে ক্লাব পর্যায়ে ক্রিকেট খেললেও অর্থাভাব খেলা ছাড়তে বাধ্য করে। সংসারের হাল টানতে গিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। কিন্তু ক্রিকেটের প্রতি ঝোঁক কমেনি। চুঁচুড়া মাঠের বিসিসিআই স্কোরার রক্তিম সাহা, কৌশিক সাধুদের হাত ধরে স্কোরিংয়ের কাজ শিখে প্রথমে জেলা স্তরে, পরে রাজ্যস্তরে স্কোরিং করেন সূর্য। এমনকী, সিএবিতে থেকে বেস্ট স্কোরারের পুরস্কারও পান। রঞ্জি ট্রফি, সিকে নাইডু, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, সিএবি লিগে স্কোরিং করানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইপিএলে সুযোগ পাওয়া।

গত বছর করোনায় আইপিএল বিদেশে চলে যাওয়ায় প্রথমবার বিদেশে যাওয়ার স্বপ্নপূরণ হয়। আবার সেই সুযোগ এসেছে তাঁর কাছে। তবে এ বার মঞ্চ আরও বড়। বিশ্বকাপ ক্রিকেটের আসরে উপস্থিত থাকতে পারবে ভেবেও ভাল লাগছে সূর্যর। যেসব বড় বড় ক্রিকেটারদের নাম শুনেছেন টিভিতে, দেখেছেন বা কাগজে পড়েছেন, এ বার তাঁদের কাছ থেকে দেখতে পাবেন তিনি।

শারজা বা আবুধাবির সবুজ গালিচা পাতা মাঠ আর ঝাঁ চকচকে স্টেডিয়ামে আগামী আড়াই মাস কাটবে সূর্যকান্তর। ৩১ অগস্ট বেঙ্গালুরু থেকে সংযুক্ত আরব আমিশাহিতে উড়ে যাবেন ইন্ডিয়ান স্কোরিং টিমের সঙ্গে। ১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। তার আগে আইপিএলের বাকি ম্যাচ শেষ হবে। তারপর চলবে বিশ্বকাপ।

কিন্তু আড়াই মাস স্বপ্নের পরিবেশে কাটিয়ে আবার ঘরে ফিরে সেই মুদিখানা দোকানে কাজই করতে হবে সূর্যকান্তকে। তাই বিসিসিআই-এর স্কোরারের পরীক্ষায় বসে স্থায়ী স্কোরার হতে চান। তাহলে হয়তো তাঁর ভবিষ্যত বদলাবে। হয়তো কখনও ঝলমলে সূর্য উঠবে সূর্যকান্তর জীবনেও। আরও পড়ুন: বিধ্বস্ত আফগানিস্তানের জন্য অর্থ তুলছেন রশিদ

Next Article