Hooghly: পুলিশকে দেখে আচমকা রে রে তেড়ে এলেন এলাকাবাসী, কেন জানেন?

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2024 | 5:56 PM

Hooghly: পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তনেশ ঘোষ, সুজিৎ অধিকারি, কৌশিক গোস্বামী, দেবাশীস সরকার, দেবেশ অধিকারী,কুণাল অধিকারী, গৌতম বিশ্বাস,অমর সর্নকার,প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ ও ভাস্কর দাস। পুলিশ সূত্রে জানা খবর, ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির মগড়া থানার বাসুদেবপুর অধিকারীপাড়া এলাকায়।

Hooghly: পুলিশকে দেখে আচমকা রে রে তেড়ে এলেন এলাকাবাসী, কেন জানেন?
হুগলিতে কী হল?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: গ্রেফতারি পরোয়ানা নিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই ওয়ারেন্ট ছিড়ে পুলিশকেই আক্রমণ গ্রামবাসীর। আক্রান্ত হলেন মগড়া থানার পুলিশ আধিকারিকরা। ঘটনায় গ্রেফতার এগারোজন। অভিযুক্তদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তনেশ ঘোষ, সুজিৎ অধিকারি, কৌশিক গোস্বামী, দেবাশীস সরকার, দেবেশ অধিকারী,কুণাল অধিকারী, গৌতম বিশ্বাস,অমর সর্নকার,প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ ও ভাস্কর দাস। পুলিশ সূত্রে জানা খবর, ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির মগড়া থানার বাসুদেবপুর অধিকারীপাড়া এলাকায়। জানা যাচ্ছে, ২০২৩ সালের একটি মামলায় অভিযুক্ত দু’জন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে গ্রেফতার করতে যায় পুলিশ। এরপর পুলিশের গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসীরা। ধস্তাধস্তি হয় পুলিশে সঙ্গে।

গাড়ি ভাঙচুর করে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় তিন পুলিশ কর্মী আহত হন। এরপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে মোট এগারো জনকে গ্রেফতার করে। পুলিশের কাজে বাধা দেওয়া, আক্রমণের অভিযোগের ভিত্তিতে মোট এগারো জনকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।

Next Article