Hooghly: ধান জমিতে জ্যান্ত জ্বলছে তারকেশ্বরের কৃষক!

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2023 | 4:49 PM

Hooghly: মূলত চাষের অতিরিক্ত খরচ বাঁচাতে এবং শ্রমিক সঙ্কট দূর করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের প্রয়োগ বাড়ছে দিন দিন। ধান চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধান কাটা ও ঝাড়াইয়ের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে হুগলি জেলা সহ এরাজ্যে।

Hooghly: ধান জমিতে জ্যান্ত জ্বলছে তারকেশ্বরের কৃষক!
মাঠে চাষিরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  জমিতে নাড়া পোড়াচ্ছিলেন। ওত্ত ধোঁয়ায় আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন এক চাষি। অজ্ঞান হয়ে পড়ে যান। আগুনে ঝলসেই মৃত্যু হয় তাঁর।  হুগলির এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন চাষিরা। চাষি মৃত্যুর পরেও টনক নড়েনি প্রশাসনের। হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে অবাধে চলছে নাড়া পোড়ানো। এক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ ওঠে। গত সপ্তাহে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার এক কৃষক পঙ্কজ চক্রবর্তী তাঁর নিজের জমিতে নাড়া পোড়াচ্ছিলেন। সে সময়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে জ্ঞান হারান। আগুনে পুড়ে মাঠেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর দগ্ধ দেহ জমি থেকে উদ্ধার হয়।

অভিযোগ,  এর পরেও হুগলির তারকেশ্বর,হরিপাল জাঙ্গিপাড়া সহ একাধিক ব্লকে কৃষি জমিতে দিন রাত দাউ  দাউ করে জ্বলছে আগুন। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ ,বাতাসে মিশছে বিষ। এক প্রকার প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই জমিতে অবাধে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা।

বাতাসে দূষণ বাড়ার পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও উদাসীনভাবে এই কাজ করছেন কৃষকদের একাংশ। গত আট দশ বছর ধরে ধীরে ধীরে জমিতে নাড়া পোড়ানোর প্রবণতা অনেকটাই বেড়েছে কৃষকদের মধ্যে। কারণ হিসেবে উঠে আসছে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার।

মূলত চাষের অতিরিক্ত খরচ বাঁচাতে এবং শ্রমিক সঙ্কট দূর করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের প্রয়োগ বাড়ছে দিন দিন। ধান চাষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ধান কাটা ও ঝাড়াইয়ের জন্য আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে হুগলি জেলা সহ এরাজ্যে।জমিতেই ধান ঝাড়ার পর তা সংগ্রহ করে গোলায় তুললেও খরকুটো এবং জমিতে থাকা ধানের গোড়া পরে থাকছে তা অল্প সময়ের মধ্যে নষ্ট করার জন্য জমিতেই আগুনে লাগাচ্ছেন কৃষকরা।  কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার এক দিকে কৃষকদের উপকারি হলেও অপর দিকে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশ ও জমির।
যদিও জমিতে পরে থাকা খড়কুটো বা নাড়া কে ব্যবহার করে জৈব সার তৈরি করা যায় বলে মত কৃষি বিশেষজ্ঞদের, অভিযোগ প্রশাসনের তরফ থেকে এরকম কোনও উদ্যোগ নেওয়া হয়নি এখনও।

যদিও হুগলি জেলার জেলা সভাধিপতি রঞ্জন ধারা বলেন, নাড়া পোড়ানোর কারণে পরিবেশ দূষণ হচ্ছে এ নিয়ে চাষিদের যথেষ্ট সচেতন করা হয়েছে সচেতনার কারণে আগের থেকে অনেকটাই নাড়া পোড়ানো কম হয়েছে। চাষিদের আরো বেশি সচেতন করা হচ্ছে।

Next Article