হুগলি: দোলের সন্ধ্যায় দোকানে যাওয়ার সময় মুখ চেপে ধরে ঝোপে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ! ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। আটক এক নাবালক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোলের দিন সন্ধায় হালকা বৃষ্টি হচ্ছিল।ডানকুনির এক বছর পনেরোর নাবালিকাকে বাড়ি থেকে বেরিয়েছিল দোকানের উদ্দেশ্যে। অভিযোগ, রাস্তা থেকে তার মুখ চাপা দিয়ে নিয়ে যায় তিন জন।বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
নাবালিকার বাড়ি ফিরে ঘটনার কথা তার মাকে জানায়। পরে তার মা প্রতিবেশীদের জানান। নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাকে বুধবার শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ।এক নাবালককে জুভেনাইল আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ধৃতের বিরুদ্ধে ৩৭৬(১) আইপিসি ও ৪/১৭ পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।
ডানকুনির এক প্রাক্তন কাউন্সিলর জানান, ঘটনার কথা শোনা মাত্র তিনি পুলিশে খবর দেন। অভিযোগের যথাযথ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি করেন এলাকাবাসীরা।