হুগলি: দোকান বন্ধ করার কিছুটা সময় আগেই এসেছিলেন মহিলা। পরনে বোরখা। সোনার গয়না দেখতে চেয়েছিলেন। বলেছিলেন স্বামী আসবে,তিনিই গয়না পছন্দ করে দেবেন। দোকানিও অপেক্ষা করছিলেন, তার মাঝেই কাজ হাসিল। অভিনব কায়দায় সোনার দোকানে চুরি। কিন্তু পার পাননি মহিলা। চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ডানকুনি (Dankuni Theft) এলাকায়।পুলিশ ওই মহিলাকে আটক করেছে। জানা গিয়েছে, সোমবার রাতে দোকান বন্ধ করার ঠিক আগের মুহূর্তে সোনার গয়না কেনার অছিলায় বোরখা পরিহিত এক মহিলা দোকানে ঢোকেন শেখ ফিরোজ আহমেদের দোকানে। দোকানির বয়ান অনুযায়ী, ওই মহিলা তাঁর কাছে গয়না দেখতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানান তাঁর স্বামী আসবে। তাই বেশ কিচ্ছুক্ষন দোকানে বসেও থাকেন ওই মহিলা।
স্বর্ণ ব্যবসায়ী শেখ ফিরোজ আহমেদের অভিযোগ, দীর্ঘক্ষণ বসে থাকার পর হঠাৎই তাঁর চোখে কিছু একটা স্প্রে করেন ওই মহিলা। তিনি চিৎকার শুরু করে দেন। তাঁর চিৎকার শুনে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে এসে ধরে ফেলেন ওই মহিলাকে।
মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় ডানকুনি থানায়। পুলিশ এসে মহিলাকে আটক করে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।
উল্লেখ্য কয়েক মাস আগে এই ডানকুনিতেই সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল, যা সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। আবারও এই ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে সাধরণ মানুষ।