Hooghly: ইট দিয়ে থ্যাতলানো হয় মাথা, গায়ের জোরে ঢোকানো চাকুও যায় বেঁকে! নৃশংসভাবে খুন ৮ বছরের শিশু, কীসের আক্রোশ?

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 17, 2024 | 12:35 PM

Hooghly: সন্ধ্যায় ওই বালক ঘরে টিভি দেখছিল। সে সময়ে ঘরে তার বাবা-মা ছিল না। তার জ্যাঠতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশীদের ডাকে সে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান

Hooghly: ইট দিয়ে থ্যাতলানো হয় মাথা, গায়ের জোরে ঢোকানো চাকুও যায় বেঁকে! নৃশংসভাবে খুন ৮ বছরের শিশু, কীসের আক্রোশ?
নিহত শিশু
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ঘরের ভিতর থেকে আট বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শনগরে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রেয়াংশু শর্মা (৮)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সন্ধ্যায় ওই বালক ঘরে টিভি দেখছিল। সে সময়ে ঘরে তার বাবা-মা ছিল না। তার জ্যাঠতুতো দিদি ঘরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশীদের ডাকে সে। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কানাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছালাল যাদব বলেন, “খুবই দুঃখজনক ঘটনা।কেউ খুন করে পালিয়েছে। বালকের মা বাবা বাইরে কাজ করেন। সে সময় তার বাবা
পঙ্কজ শর্মা বাড়িতে ছিলেন না।” যদিও  প্রতিবেশীরা জানাচ্ছেন, সন্ধ্যার পর তাঁরা ওই বাড়িতে কাউকে ঢুকতে দেখেননি।

ঘটনার সময়ে ওই শিশুর বাবা-মা কোথায় ছিলেন, এই ঘটনার পিছনে কার হাত থাকতে পারে, ভাবাচ্ছে পুলিশকে। তদন্তকারীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। পুরনো কোনও আক্রোশের জেরেই শিশুকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, কিছুদিন আগেই পাড়ার এক দাদার সঙ্গে আট বছরের ওই শিশুর খেলা নিয়ে ঝামেলা হয়েছিল। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের সদস্যের বক্তব্য, ” একেবারে নৃশংসভাবে মারা হয়েছে। একটা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে মাথা। চাকু এমনভাবে ঢোকানো হয়েছে, সেটা বেঁকে গিয়েছে… কিচ্ছু বলার নেই।”

Next Article