Hooghly: যাত্রী তোলা নিয়ে অশান্তির জের, বন্ধ এই রুটের বাস, এমনকি ম্যাজিক ভ্যানও

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2024 | 2:26 PM

Hooghly: বাস চালক ট্রেকার এবং ম্যাজিকের চালক ও পরিবহন কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পোলবা থানার পুলিশ অকুস্থলে পৌঁছয়। পরিবহন কর্মীদের অভিযোগ, তাদের রুটে ঢুকে বেআইনি অটো এবং টোটো যাত্রী তুলে নিচ্ছে।ফলে তাদের গাড়ি চালিয়ে লাভ হচ্ছে না।

Hooghly: যাত্রী তোলা নিয়ে অশান্তির জের, বন্ধ এই রুটের বাস, এমনকি ম্যাজিক ভ্যানও
বন্ধ বাস-ট্রেকার পরিষেবা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: যাত্রী তোলা নিয়ে অশান্তির জের। বাস ট্রেকার ম্যাজিক বন্ধ করে বিক্ষোভ পোলবার আলিনগরে। দিন দুয়েক আগে চুঁচুড়া স্টেশনে যাত্রী তোলা নিয়ে অটো চালকের সঙ্গে ম্যাজিকের চালকের গন্ডগোল হয়। সোমবার এক ম্যাজিকের চালককে মারধর করা হয় বলে অভিযোগ।  তারই প্রতিবাদে পোলবার আলিনগরে চুঁচুড়া তারকেশ্বর রোড অবরোধ করে পরিবহন কর্মীরা।

বাস চালক, ট্রেকার এবং ম্যাজিকের চালক ও পরিবহন কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পোলবা থানার পুলিশ অকুস্থলে পৌঁছয়। পরিবহন কর্মীদের অভিযোগ, তাদের রুটে ঢুকে বেআইনি অটো এবং টোটো যাত্রী তুলে নিচ্ছে।ফলে তাঁদের গাড়ি চালিয়ে লাভ হচ্ছে না।

চুঁচুড়া স্টেশন থেকে পোলবা বিডিও অফিস পর্যন্ত ম্যাজিক চলে। তার পাশাপাশি চুঁচুড়া থেকে ফিডার রোড পর্যন্ত ট্রেকার চলে। ১৭-১৮ নম্বর রুটের বাস চলে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত। সেই সব পরিবহন বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
পরে পোলবা থানা পুলিশ অবরোধ সরিয়ে দিলেও প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকে। এক যাত্রী বলেন, “ঝামেলা হয় ওদের ওদের মধ্যে। কিন্তু সমস্যায় পড়ে আমরা, যারা রোজ যাতায়াত করি। তাড়াতাড়ি আলোচনায় বসে কোনও সমাধানের পথে আসুক ওরা।”

Next Article