Hooghly: গণনার আগের দিন বাঁশের ঝোঁপ থেকে ৬৭০ পিস বোমা উদ্ধার

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 03, 2024 | 4:01 PM

Hooghly: ধনেখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ আতশবাজি মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই মতো  গ্রামে তল্লাশি চালিয়ে একটি বাঁশের ঝোঁপ থেকে ৬৭০ পিস গাছ বোমা বা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

Hooghly: গণনার আগের দিন বাঁশের ঝোঁপ থেকে ৬৭০ পিস বোমা উদ্ধার
বোমা উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: নির্বাচনের ফলাফলের আগের দিন ধনেখালি থেকে প্রায় ৬৭০ পিস বড় সাইজের নিষিদ্ধ শব্দবাজি অর্থাৎ চলতি কথায় গাছ বোম উদ্ধার করল ধনিয়াখালি থানার পুলিশ। ধনিয়াখালি থানার মির্জাপুর গ্রামে বাঁশ ঝাড় থেকে এই বাজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধনেখালি থানার মির্জাপুর গ্রামে অবৈধ আতশবাজি মজুত করা হয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই মতো  গ্রামে তল্লাশি চালিয়ে একটি বাঁশের ঝোঁপ থেকে ৬৭০ পিস গাছ বোমা বা নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

কে বা কারা বোমগুলি মজুত করল, তা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য হুগলি জেলার ধনেখালি থানার একাধিক জায়গায় মঙ্গলবার সকাল ৬ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  সোমবার বিকাল থেকেই সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে।

Next Article