হুগলি: ইট ভাটার পাশের খাল থেকে এক ব্যক্তির মৃতদের উদ্ধার। সপ্তমীর ভোর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিহারী দাস (৫৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মাখলার একটি ইটভাটার পাশের গঙ্গার খাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই এলাকারই বাসিন্দা পেশায় সবজি বিক্রেতা বিহারী দাস গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন।
সকালে প্রাতঃকৃত করতে গিয়ে আর বাড়ি ফেরেননি বলে দাবি। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। প্রৌঢ়ের এক মেয়েকে নিয়ে চলে যায় স্থানীয় এক যুবক। যা নিয়ে প্রৌঢ়ের সঙ্গে বিবাদ হয়েছিল। হুমকিও দেওয়া হয়েছিল। পুলিশে অভিযোগ করেনি পরিবার। পুলিশ জানিয়েছে মৃতদেহ এতটাই বিকৃত হয়ে গেছে যা শনাক্ত করতে প্রাথমিকভাবে সন্দেহ হয়। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।