চুঁচুড়া: আন্দোলন চালিয়ে যাচ্ছেন হুগলির চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। যার জেরে কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁদের দাবি, মঙ্গলবার বেতন মিটিয়ে দেওয়ার কথা বললেও সেই টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। তাই বড়দিনের দিনই নামলেন ময়দানে। পুরসভার কাছেই পিপুলপাতি পাঁচমাথা মোড়ে ফের অবরোধ শুরু করে তাঁরা।
এ দিকে, অস্থায়ী কর্মীরা কাজ শুরু না করার খবর বিধায়ক অসিত মজুমদারের কাছে। তিনি পিপুলপাতিতে পৌঁছন। অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর বিধায়ক বলেন, “ব্যাঙ্কের সার্ভারে সমস্যা থাকায় গতকাল টাকা ঢোকেনি। আজ কয়েক ঘণ্টার মধ্যে শ্রমিকদের অ্য়াকাউন্টে টাকা ঢুকবে।” এই আশ্বাস মেলার পরই উঠে যায় বিক্ষোভ।
প্রসঙ্গত, দীর্ঘ দুমাস ধরে টাকা পাননি পুরসভার অস্থায়ী কর্মীরা। এরপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। তিন কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী। তা দিয়েই চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের দুমাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার। একই সঙ্গে এও বলেছিলেন, রাজ্য সরকার এই টাকা অগ্রিম হিসেবে দিয়েছে। পরে তা শোধ করতে হবে। পাশাপাশি ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে জানুয়ারি মাসে। কিন্তু তারপরও বেতন না মেলায় এই ঘটনা।