চুঁচুড়া: আরজি কর নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য। মহিলা নিরাপত্তা নিয়ে উঠছে গুচ্ছ-গুচ্ছ প্রশ্ন। স্বাস্থ্য পরিষেবার একাংশ বেহাল অবস্থায় রয়েছে সেই সময় ভাল কাজের জন্য দিল্লির শংসাপত্র পেল হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্র।
গত ২৩-২৫ অক্টোবর দিল্লির স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের’ দুই সদস্যের প্রতিনিধি হুগলি চুঁচুড়ায় আসেন। পুরসভার ইউপিএইচসি-৩ যেটি মল্লিককাশেম হাট সায়রামোরে অবস্থিত, সেই স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় স্তরের বাহ্যিক সমীক্ষা করেন।
স্বাস্থ্য কেন্দ্রের কর্মী চিকিৎসক,নার্সদের সঙ্গে কথা বলেন। কী কী ওষুধ দেওয়া হয়, কোনও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে কি না দেখার পাশাপাশি পরিষেবা নিতে আসা মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন স্বাস্থ্য কর্মীরা সেটাও দেখেন। রেজিস্ট্রার খাতা সহ যাবতীয় কাজ খতিয়ে দেখার পর দিল্লি ফিরে যান তাঁরা।
এরপর দিল্লির পার্সোনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডের অধীন কোয়ালিটি সার্টিফিকেট এসে পৌঁছয় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে। NQAS এর এই শংসাপত্র আরও ভাল কাজের উৎসাহ যোগাবে বাকি স্বাস্থ্য কেন্দ্র গুলিকে, এমনটাই জানান পুরসভার স্বাস্থ্য দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। জয়দেব বলেন,”স্বাস্থ্য ব্যবস্থা ভাল করার জন্য সব সময় চেষ্টা করে পুরসভা। শহরে চারটে পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র বা ইউপিএইচসি আছে। এই পুরষ্কার বাকি স্বাস্থ্য কেন্দ্র গুলোকেও উৎসাহি করবে।”