হুগলি: কাদের দখলে থাকবে ডানকুনি টোল প্লাজা, এই নিয়ে দুই বৃহন্নলা গোষ্ঠীর বিবাদ থেকে সংঘর্ষ। সিঙ্গুর গোষ্ঠীর থেকে তোলাবাজির অভিযোগ কোন্ননগর গোষ্ঠীর বৃহন্নলাদের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক কোন্ননগর গোষ্ঠী। ঘটনায় সরগরম ডানকুনি এলাকা।
গত কয়েক দিন ধরে সিঙ্গুরের বৃহন্নলা গোষ্ঠীর সঙ্গে কোন্নগর গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল ডানকুনি টোল প্লাজার দখল নিয়ে। কারণ ডানকুনি টোল প্লাজা থেকে প্রচুর পরিমান আয় হয় সিঙ্গুর গোষ্ঠীর বৃহন্নলাদের একটা অংশের। অভিযোগ, ডানকুনি টোল প্লাজা সিঙ্গুর গোষ্ঠীর হাত থেকে দখল নেওয়ার চেষ্টা করে কোন্ননগর গোষ্ঠীর বৃহন্নলারা। এমনকি সিঙ্গুর গোষ্ঠীর থেকে একটা বড় অঙ্কের টাকা প্রতিদিন তোলা আদায় করতো কোন্ননগর গোষ্ঠীর বৃহন্নলারা এমনটাই অভিযোগ সিঙ্গুর গোষ্ঠীর।
এই নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিবাদ চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। সোমবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, সিঙ্গুর গোষ্ঠীর বৃহন্নলাদের বেধড়ক মারধর করে কোন্ননগর গোষ্ঠী। সংঘর্ষের জেরে বেশ কয়েক জন আহত সিঙ্গুর গোষ্ঠীর বৃহন্নলা।
মঙ্গলবার সন্ধ্যায় বিচার চাইতে দুই গোষ্ঠীই হাজির হয় ডানকুনি থানায়। যদিও কোন্ননগর গোষ্ঠীর বিরুদ্ধে ডানকুনি থানায় অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় কোন্ননগর গোষ্ঠীর বৃহন্নলারা। সুবিচারের দাবি জানিয়েছে সিঙ্গুর গোষ্ঠী।
যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছে ডানকুনি থানার পুলিশ।