Hooghly: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে গেলে গুনতে হবে বাড়তি টাকা!

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 08, 2024 | 9:58 PM

Hooghly: চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ট্রেনে- গাড়িতে বহু মানুষ আসেন। লঞ্চে গঙ্গা পেরিয়েও যান অনেক দর্শনার্থী। উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে চন্দননগর রানিঘাটে প্রায় সারা রাত ঠাকুর দেখতে যান।

Hooghly: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে গেলে গুনতে হবে বাড়তি টাকা!
জগদ্ধাত্রী পুজো দেখতে গেলে গুনতে হবে বাড়তি টাকা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  চন্দননগরে গঙ্গা পেরিয়ে জগদ্ধাত্রী দর্শনে এলে গুনতে হবে বাড়তি টাকা,
ফেরি পারাপারের ভাড়া হয়েছিল ৯ থেকে বেড়ে ১৫ টাকা। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ,কটূক্তি শুরু হতেই তা কমিয়ে করা হয় ১৩ টাকা। যা নিয়ে সমালোচনা শুরু হতেই কর্পোরেশনের সাফাই। পুজো ক’দিন আলো নিরাপত্তার জন্য লোক নিয়োগ করতে হয় তাই ভাড়া বারানো হয়, সাফাই কর্তৃপক্ষের।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ট্রেনে- গাড়িতে বহু মানুষ আসেন। লঞ্চে গঙ্গা পেরিয়েও যান অনেক দর্শনার্থী। উত্তর ২৪ পরগনার জগদ্দল থেকে চন্দননগর রানিঘাটে প্রায় সারা রাত ঠাকুর দেখতে যান। বছরের অন্যান্য সময় ৯ টাকা লঞ্চের ভাড়া থাকলেও জগদ্ধাত্রী পুজোর ৬ থেকে ১২ তারিখ এক ধাক্কায় সেই ভাড়া ১৫ টাকা করা হয়। লঞ্চের সেই টিকিট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নানা সমালোচনা শুরু হয়।

আর এই সব দেখেই চন্দননগর কর্পোরেশন ভাড়া কমিয়ে ১৩ টাকা করে দেয়।
মেয়র রাম চক্রবর্তী বলেন, “প্রতিবারই জগদ্ধাত্রী পুজোর সময় আলাদা করে লোক নিয়োগ করতে হয়। সেই কারণে ভাড়া বৃদ্ধি করি।এবারে একটু বেশি হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে সেটা নিয়ে নানা মন্তব্য শুরু হয়। আমরা তাই ১৫ টাকা যেটা করা হয়েছিল সেটাকে ১৩ টাকা করেছি।এত লোককে সামলাতে অনেক মানুষের প্রয়োজন হয়, তার জন্য অতিরিক্ত ব্যয় হয়।তাই ভাড়া বাড়ানো হয়।”

Next Article