Hooghly: রাত-বিরেতে ‘রূপশ্রী’ প্রকল্পের কাজ! অন্ধকারে মহিলার বাড়িতে চলছিল আনাগোনা, শেষমেষ যা হল…
Hooghly: চণ্ডীতলা ১ নম্বর ব্লকের ভগবতীপুর জলামাদুল পূর্ব পাড়া গ্রামে এক ব্যাক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। জামাকাপড় ছিঁড়ে চরম হেনস্তা করা হয় তাঁকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হুগলি: রাতে পাড়ায় ঘুরে বেড়াতে দেখেছিলেন অনেকেই। মহিলাদের বাড়িতেও ছিল আনাগোনা। শেষ অনেকদিন ধরেই অভিযোগ উঠছিল গ্রামবাসীদের মধ্যে। শেষ পর্যন্ত একেবারে হাতেনাতে ধরা গেল তাঁকে। ধরে-বেঁধে রীতিমতো গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল হুগলির চণ্ডীতলায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ওই ব্যক্তির নিজেকে বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে বাড়িতে বাড়িয়ে যাতায়াত করতেন বলে জানা গিয়েছে।
চণ্ডীতলা ১ নম্বর ব্লকের ভগবতীপুর জলামাদুল পূর্ব পাড়া গ্রামে এক ব্যাক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। জামাকাপড় ছিঁড়ে চরম হেনস্তা করা হয় তাঁকে। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গ্রামবাসীদের অভিযোগ নিজেকে বিডিও অফিসের কর্মী পরিচয় দিয়ে সরকারি ‘রূপশ্রী’ প্রকল্পের কাজ করার অছিলায় গৃহস্থের বাড়িতে যেতেন, শেখ শামিম আহমেদ। গভীর রাতেও তাঁকে দেখা যেত গ্রামে। একদিন গ্রামবাসীরা জিজ্ঞাসা করায় তাঁদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই ওই ব্যাক্তিকে মারধর করা হয়।
গ্রামে মাচায় বসিয়ে চরম হেনস্তা করা হয় বলে অভিযোগ শামিমের। যে বাড়িতে শামিমের দাবি, এক যুবতীর বিবাহ বিচ্ছেদের মামলা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করতে ওই গ্রামে গিয়েছিলেন তিনি। যদিও গ্রামবাসীরা তা মানতে চায়নি। ঘটনাস্থলে যায় পুলিশ।
জানা গিয়েছে চণ্ডীতলা ১ নম্বর ব্লকের বিডিও-র গাড়ির চালক শামিম। তাঁর স্ত্রীর দাবি, তাঁর স্বামী ওরকম লোক নন। তিনি বলেন, “আমি এতদিন ধরে ওঁর সঙ্গে আছি। উনি ওরকম মানুষ নন। আমাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিল ওই বাড়িতে। আমার ভিডিয়োও ছড়িয়ে দেওয়া হয়েছে।”
পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ বলেন, ঘটনাটা শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখব, তেমন হলে তাকে গাড়ি চালাতে নাও দিতে পারি। রূপশ্রী পকল্পের জন্য নোডাল অফিসার আছেন, তাঁরাই বিষয়টা দেখেন বলে উল্লেখ করেছেন মলয় খাঁ। সূত্রের খবর শামিমকে বিডিও অফিসে যেতে নিষেধ করা হয়েছে।