হুগলি: সকালে অনেকবার ডাকাডাকি করেছিলেন। কিন্তু ওঠেননি। বিছানায় অদ্ভুতভাবে পড়েছিলেন পরিবারের সদস্যরা। তাতেই সন্দেহ হয়। স্বামীকে জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসঙ্গতি। আর তাতেই পর্দাফাঁস। স্ত্রীকে গলা টিপে খুনের ঘটনায় গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঝাপানতলা এলাকার। মৃতের নাম শিউলি রায়(২৬)। অভিযুক্ত স্বামীর নাম বিজয় রায়, বাড়ি একই এলাকায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে দু’জনে নিজেরাই ভালবেসে বিয়ে করেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, বিয়ের পর থেকে নানা কারণে লেগেই থাকত সাংসারিক অশান্তি। বুধবার রাতেও দুজনের মধ্যে অশান্তি হয় বলে জানায় পরিবার। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় ডাকতে যান শিউলির পরিবারের সদস্যরা। বিছানায় অদ্ভুতভাবে শিউলিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘটনা জানাজানি হতেই বাড়ি থেকে পালাবার চেষ্টা করে বিজয়। বিজয়ের অভিযোগ, তাঁর কথাতেও একাধিক ক্ষেত্রে অসঙ্গতি ছিল। শিউলির পরিবারের সদস্যদের দাবি, রাতে অশান্তির মাঝেই স্ত্রীকে গলা টিপে খুন করেছেন বিজয়। তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিজয় রায়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বক্তব্য, স্ত্রীকে গলা টিপে খুন করার কথাও স্বীকার করেছে। দেহটি আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “নিজেরাই তো পছন্দ করে বিয়ে করেছিল। কিন্তু অশান্তি যে খুব হত, সেট আমরা জানতাম। এমনটা ঘটবে, কে ভেবেছিল।”