Hooghly: বাবা তৈরি হচ্ছিলেন রাম-নবমীর শোভাযাত্রায় বেরবেন, আর তখনই কোলের ছেলেটাকে পিষে দিল গাড়ি

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2025 | 12:19 PM

Hooghly: শিশুর বাবা অখিল গড় জানান, "রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পরে প্রস্তুত হচ্ছিলাম। দুম করে একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে।

Hooghly: বাবা তৈরি হচ্ছিলেন রাম-নবমীর শোভাযাত্রায় বেরবেন, আর তখনই কোলের ছেলেটাকে পিষে দিল গাড়ি
মৃত শিশুর বাবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: রামনবমীর পোশাক পড়ে তৈরি হচ্ছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই বেরনোর কথা ছিল শোভাযাত্রার। কিন্তু একটা আওয়াজে কার্যত চমকে গেলেন তিনি। ছুটে বাড়ির বাইরে বের হতেই হাউহাউ কান্নায় ভেঙে পড়লেন। চোখের সামনেই ছোট ছেলেটাকে পিষে দেওয়ার অভিযোগ উঠল পৌরসভার গাড়ির বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হল ওই শিশুর। মৃতের নাম অংশ গড়।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকায়। সেখানেই রবিবার সকালে ঘটল দুর্ঘটনা। শিশুটিকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুকে নিয়ে এসে শুরু হয় পথ অবরোধ।

শিশুর বাবা অখিল গড় জানান, “রামনবমীর মিছিলে যাব বলে পোশাক পরে প্রস্তুত হচ্ছিলাম। দুম করে একটা শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি পুরসভার গাড়ি চাপা দিয়েছে। বাড়ির সামনে খেলা করছিল ছেলে। পুরসভার আবর্জনা ফেলার গাড়ি চাপা দিয়ে চলে যায়। এর আগে অনেকবার গাড়ি আস্তে চালানোর জন্য হাতজোড় করে বারণ করেছি। কিন্তু শোনেনি। ঘরের সামনে এরকম একটা ঘটনা মানতে পারছি না।আমি বিচার চাই।”

ঘটনার প্রতিবাদে টি এন মুখার্জী রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুরসভার উপর ক্ষোভ উগরে দেন তারা। উত্তরপাড়া থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে।