হুগলি: অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময়েই পড়াতে গিয়েছিলেন শিক্ষক। কিন্তু সেই সময়ে বাড়িতে ছিলেন না কেউ। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগেই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর এলাকায়। গোঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে ওই ছাত্রী বাড়িতে একা ছিল। সে সময় পড়াতে এসেছিলেন তাঁর গৃহশিক্ষক। অভিযোগ, ঘর ফাঁকা থাকার সুযোগে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন ওই শিক্ষক। ওই ছাত্রী চিৎকার করতেই পাশের ঘর থেকে তার আত্মীয়রা ছুটে আসেন। ছাত্রী তার পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি জানায়। বুধবার রাতেই বাড়ির আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আরামবাগ আদালতে পেশ করা হয়।
ছাত্রীর অভিযোগ, “আমি বাড়িতে একা ছিলাম। পাশের ঘরে যে কেউ ছিল না স্যর সেটা বুঝতে পেরেছিলেন। তারপর আমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। আমার সঙ্গে অশালীন আচরণ করে। এরপরই আমি চিৎকার করতে থাকি।” ওই ছাত্রীর এক অভিভাবক বলেন, “আমরা তো ভাবতেই পারছি না। এরকমটা করতে পারেন। আমাদের মেয়েটা চিৎকার করলেই আমরা ঘরে চলে আসি। রাতেই আমরা পুলিশের কাছে গিয়ে সব জানাই।” আপাতত ওই গৃহশিক্ষকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।