Hooghly: স্টুডিও থেকে সবে স্কুটার নিয়ে বেরিয়েছিলেন, আচমকাই পিছন থেকে ডাক! হাহাকার পড়ল ফটোগ্রাফারের বাড়িতে

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 07, 2024 | 10:35 AM

Hooghly: মৃতের স্ত্রীর দাবি, বহু মানুষকে টাকা ধার দিয়েছিলেন তাঁর স্বামী। ধারের টাকা ফেরৎ চাওয়াতেই কেউ বা কারা তাঁকে খুন করেছেন। যেই খুন করে থাকুক, তাঁর যেন উপযুক্ত শাস্তি হয়, দাবি মৃতের স্ত্রীর।

Hooghly: স্টুডিও থেকে সবে স্কুটার নিয়ে বেরিয়েছিলেন, আচমকাই পিছন থেকে ডাক! হাহাকার পড়ল ফটোগ্রাফারের বাড়িতে
নিহতের স্ত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি:  ধার দেওয়া টাকা ফেরৎ চাওয়াতেই কি খুন? সিঙ্গুরের মহম্মদপুরে ব্যবসায়ী খুনে উঠছে এমনই প্রশ্ন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ মাইতি(৩২)। বাড়ি দিয়ারা মালিক পাড়া এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সিঙ্গুরের হরিহরপুর বাজারে নিজের ফটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে সিঙ্গুরের বড়া ও দিয়ারার মাঝে তাঁকে কেউ বা কারা গলায় ছুরি মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা। এরপর তাঁকে উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও জানা গিয়েছে, মৃত যুবকের সিঙ্গুরের হরিপুর বাজারে ফোটো স্টুডিও এবং ফটো এডিটিং-এর কাজ করতেন পাশাপাশি অনলাইন পরিষেবার কাজও করতেন।বুধবার রাতে সেই স্টুডিও থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা। পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে।

মৃতের স্ত্রীর দাবি, বহু মানুষকে টাকা ধার দিয়েছিলেন তাঁর স্বামী। ধারের টাকা ফেরৎ চাওয়াতেই কেউ বা কারা তাঁকে খুন করেছেন। যেই খুন করে থাকুক, তাঁর যেন উপযুক্ত শাস্তি হয়, দাবি মৃতের স্ত্রীর।

যদিও কী কারণে তাকে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধারাল অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article