Hooghly: চাকার নীচে ঢুকে যায় তিনটি শরীর, ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত ৩

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 19, 2024 | 1:10 PM

Hooghly: জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসে ছিল অঞ্জন হেমরম, বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে।

Hooghly: চাকার নীচে ঢুকে যায় তিনটি শরীর, ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত ৩
পাণ্ডুয়াতে দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
Image Credit source: TV9 Bangla

Follow Us

পাণ্ডুয়া: ধান আনতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে মৃত তিন। পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামের দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অঞ্জন হেমরম, বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাঁসদা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসে ছিল অঞ্জন হেমরম, বিশ্বজিৎ বাক্সে ও উত্তম হাঁসদা। তাদের প্রত্যেকেরই বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। পীড়া গ্রামে বাড়ি তিন যুবকের । মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামতে যাওয়ার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরট্রি। ট্রাক চালাচ্ছিলেন অঞ্জন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই ট্রাকটি উল্টে যায়। চালক তিনজনেই ট্রাকের নীচে চাপা পড়ে যায় ।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানা ও বৈঁচি ফাঁড়ির পুলিশ। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মৃত তিনজনকে দেহ থানায় নিয়ে আসা হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।

স্থানীয় বাসিন্দা শিবনাথ সরেন বলেন,  “পীড়া গ্রাম থেকে ধান আনতে যাচ্ছিল মাঠে, মুলগ্রামের ব্রিজ হয়ে নামাজ সময় ট্রাক্টর উল্টে চাপা পড়ে যান তিন জন।”

Next Article