Hoogly: রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, হঠাৎই ঘিরে ধরল জনা পাঁচ! মাথায় রডের বারি…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 20, 2021 | 10:52 PM

Trinamool Congress: অভিযোগ, দিন কয়েক আগেই একবার এই নারায়ণ চট্টোপাধ্যায় নামে তৃণমূল নেতা আক্রান্ত হন।

Hoogly: রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, হঠাৎই ঘিরে ধরল জনা পাঁচ! মাথায় রডের বারি...
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ গোঘাটে। নিজস্ব চিত্র।

Follow Us

হুগলি: তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল গোঘাটে। সেই অভিযোগের আঙুল তৃণমূলেরই অপর এক নেতার বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে হুগলি জেলায়। গুরুতর আহত বর্ষীয়াণ তৃণমূল নেতাকে কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতের ঘটনা।

জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল নেতার নাম নারায়ণ চট্টোপাধ্যায়। তিনি গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের ঝরিয়া গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁকে মারধর করার অভিযোগ উঠেছিল। সোমবার রাতে বাড়ি ফেরার সময় আবারও তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিন বাড়ি ফেরার পথে রাস্তায় তাঁকে দুষ্কৃতীরা আটকায় বলে অভিযোগ। সেখানেই রাস্তায় ফেলে ভীষণ ভাবে মারধর করা হয়। এরপর নারায়ণ চট্টোপাধ্যায়কে রাস্তায় ফেলে রেখেই চলে যায় হামলাকারীরা।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই নারায়ণ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে। এরপর তাঁরাই কামারপুকুর হাসপাতালে ভর্তি করান ওই তৃণমূল নেতাকে। নারায়ণ চট্টোপাধ্যায়ের পরিবারের অভিযোগ, এর আগে এমন মারধর করা হয়েছিল, এই তৃণমূল নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এদিনও নির্মম ভাবে মারধর করা হয়। হাত ও পায়ে মারা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় দাপুটে তৃণমূল নেতা ফরিদ খানের বিরুদ্ধে অভিযোগের আঙুল।

কিন্তু কেন বার বার আক্রান্ত হতে হচ্ছে নারায়ণ চট্টোপাধ্যায়কে। অভিযোগ, তৃণমূল নেতা ফরিদ খানের দুর্নীতির প্রতিবাদ করেছিলেন নারায়ণ। এর আগেও সে কারণেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ফরিদ খানের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছিল। অভিযোগ, সেই রাগেই ফের সোমবার রাতে নারায়ণকে বেধড়ক পেটানো হয়। এই ঘটনার পর অভিযুক্ত ফরিদ খানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি হাফিজুল মোল্লা বলেন, “এর আগেও বাজে ভাবে মারধর করা হয় নারায়ণ চট্টোপাধ্যায়কে। এই কামারপুকুর হাসপাতালে নিয়ে এলে ওরা আরামবাগে রেফার করে দেয়। তার পর উনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপরই ফরিদ খান-সহ ১৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। সেই রাগেই আরও আক্রমনাত্মক হয়ে ওঠে ওরা। ফরিদ খানের আরও আক্রোশ বেড়ে যায়। সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন নারায়ণবাবু। ওনার বাড়ির পাশে ফরিদ খান-সহ পাঁচজন রড, বাঁশ নিয়ে প্রচণ্ড মারধর করে। হাত-পা ভেঙে দিয়েছে। প্রাণে মারার চেষ্টা করেছিল।”

ফরিদ খান বাইকে চেপে দলবল নিয়ে এসে এই হামলা করে বলে হাফিজুল মোল্লার দাবি। হাফিজুলের কথায়, “আমি প্রশাসনের কাছে অনুরোধ করব কয়েকদিনের তফাতে এ ভাবে দু’বার একটা মানুষের উপর যে হামলা করল তাতে ফরিদ খানকে গ্রেফতার করা হোক।”

অন্যদিকে গোঘাট দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন মণ্ডলের দাবি, “দলীয় স্তরে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশকে বলেছি বিষয়টা দেখতে। দোষীরা যেন শাস্তি পায়।”

আরও পড়ুন: যা দেখলেন ট্রেলার! ১০ দিনের মধ্যেই আসছে জোড়া ‘চিনা বিপদ’, বাংলায় ফের দুর্যোগের মেঘ

Next Article