Bandel: গুলি চালিয়ে চম্পট স্বামীর, সিটি গোল্ডের চেনই প্রাণ বাঁচালো স্ত্রীর, শোরগোল ব্যান্ডেলে

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Nov 26, 2024 | 11:10 PM

Bandel: রাত আটটা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হন মহিলা। খবর যায় পুলিশে। শুরু হয়ে যায় তদন্ত। আটকও করা হয় অভিযুক্তকে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Bandel: গুলি চালিয়ে চম্পট স্বামীর, সিটি গোল্ডের চেনই প্রাণ বাঁচালো স্ত্রীর, শোরগোল ব্যান্ডেলে
ব্যাপক শোরগোল এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ব্যান্ডেল: স্ত্রীকে লক্ষ্য করে গুলি স্বামীর। কিন্তু, বাঁচিয়ে দিল গলার চেন। সেই চেনে লেগেই ছিটকে বেরিয়ে যায় গুলি। প্রাণ বেঁচে যায় মহিলার। পুলিশ তুলে নিয়ে গেল স্বামী। এদিন ভর সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির ব্যান্ডেলে। ব্যান্ডেলের মানসপুরে থাকেন কিষান মালির। পেশায় অটো চালক। এই কিষানের বিরুদ্ধেই উঠছে স্ত্রীকে গুলি করার অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যখন এই ঘটনা ঘটে তখন ঘড়ির কাঁটা সাতটার আশেপাশে। গুলি করার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয়। এদিকে ততক্ষণে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 

রাত আটটা নাগাদ চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি হন মহিলা। খবর যায় পুলিশে। শুরু হয়ে যায় তদন্ত। আটকও করা হয় অভিযুক্তকে। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আক্রান্ত মহিলা জানাচ্ছেন, বছর চারেক ধরে তাঁরা মানসুুরে ভাড়ায় থাকেন। কিন্তু তাঁর স্বামী মদ্যপ। রোজই মদ খেয়ে বাড়ি ফিরে ঝামেলা করে। খুনের হুমকিও দিতো বলে জানাচ্ছেন তিনি। 

তিনি বলছেন, “এদিন সন্ধ্যায় ছেলের সঙ্গে বাড়িতে ছিলাম। হঠাৎ বন্দুক বের করে ও গুলি চালিয়ে দেয়। গুলি চালানোর পরেই পালিয়ে যায়। আমার গলায় সিটি গোল্ডের চেন ছিল। তাতে গুলি লেগে বেরিয়ে যায়। ভাগ্য ভাল তাই বেঁচে গিয়েছি।” চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

Next Article