হুগলি: নাকা চেকিং চলছিল পুলিশের। তার মধ্যেই মর্মান্তিক ঘটনা। নাকা চেকিং চলার সময় মৃত্যু হল বাইক আরোহীর। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশ কে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। হুগলির হরিপাল থানার নালিকুল বটতলা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাবুসোনা বাড়ুই। বাড়ি নালিকুল গুসকুড়া এলাকায়। পেশায় কাপড় ব্যবসায়ী। জানা গিয়েছে, বাইক নিয়ে নালিকুল বাজার এলাকা থেকে বাবুসোনা তাঁর মেয়েকে গৃহশিক্ষকের কাছ থেকে বাইকে করে গুসকরায় বাড়ি ফিরছিলেন। সেই সময় নালিকুল বটতলা এলাকায় নাক চেকিং চালাচ্ছিল পুলিশ। হেলমেট বিহীন অবস্থায় পুলিশ বাবুসোনা বাড়ুই এর বাইক থামায়। নিজেকে অসুস্থ বলে ছেড়ে দেওয়ার আবেদন জানায় বাবুসোনা। এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। ঘটনা স্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বলেন, “মেয়েকে নিয়ে পয়লা বৈশাখের জামা কিনতে বেরিয়ে ছিলেন। সেই সময় পুলিশ অফিসার ওকে আটকায়। তারপর উনি বলেন আমার হার্ট অপারেশন হয়েছে। আমি সাইডে দাঁড়াচ্ছি। থানার ওসি বলছে আপনি খেলা করছেন? এরপরই মৃত্যু হয় তাঁর। পুলিশ মেরে ফেলল ওকে।”
এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারকেশ্বর বৈদ্যবটি রোড অবরোধ করে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। কর্তব্যরত পুলিশ কর্মীর শাস্তির দাবি তোলেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।