Tribeni: পুণ্যস্নান সেরে উঠেই চক্ষু চড়কগাছ, প্যান্ট-জামা গেল কোথায়?

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 15, 2023 | 3:22 PM

Tribeni: পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে হুগলির ত্রিবেণীতে গঙ্গা স্নানে এসেছিলেন সঞ্জয় কেশরী ও সুমন কেশরী। গঙ্গার ঘাটে জামা-কাপড়, মোবাইল, টাকা, ঘরের চাবি সমস্ত কিছু রেখে স্নান করতে নামেন তাঁরা।

Tribeni: পুণ্যস্নান সেরে উঠেই চক্ষু চড়কগাছ, প্যান্ট-জামা গেল কোথায়?
গঙ্গাস্নানে গিয়ে খোয়ালেন সব কিছু (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: পৌষ সংক্রান্তি।গঙ্গাসাগরের মতো হুগলির ত্রিবেণীতেও (Tribeni) চলছে পুণ্যস্নান। গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়ছে ভিড়। পুণ্য লাভের আশায় ভিড় করেছেন অনেকে। এই অবস্থায় ঘটল অঘটন। ত্রিবেণীতে মকর স্নানে এসে সর্বস্ব খোয়ালেন কাঁকিনাড়ার দম্পতি।

পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে হুগলির ত্রিবেণীতে গঙ্গা স্নানে এসেছিলেন সঞ্জয় কেশরী ও সুমন কেশরী। গঙ্গার ঘাটে জামা-কাপড়, মোবাইল, টাকা, ঘরের চাবি সমস্ত কিছু রেখে স্নান করতে নামেন তাঁরা। এরপর গঙ্গাস্নান শেষে উপরে উঠে দেখেন ঘাটে কিছুই নেই। চুরি হয়ে গিয়েছে সব কিছু। এ দিকে, পুণ্যস্নানে এসে এইভাবে সব খুইয়ে রীতিমত বিপাকে তাঁরা।

এই বিষয়ে সুমন কেশরী বলেন, “আমরা গঙ্গাসাগরে স্নানে এসেছিলাম। যেখানে মহিলারা স্নানে নামছিলেন সেখানেই স্নান করছিলাম আমরা। এরপর স্নান করে উঠে দেখি না প্যান্ট আছে, না মোবাইল আছে, না টাকা আছে। কেউ বা কারা সব নিয়ে চলে গেছে। এখন বাড়ি কীভাবে যাব বুঝতে পারছি না।” সঞ্জয় কেশরী বলেন, “যেখানে মহিলারা স্নান করছিলেন সেই খানেই জামাকাপড়, প্যান্ট খুলে রেখেছিলাম আমি। কিন্তু স্নান সেরে উঠে দেখি কিছুই নেই। এখন কী হবে বুঝতে পারছি না।”

উল্লেখ্য, আজ মকর সংক্রান্তি। শীতের সকালে এ দিন পুণ্যস্নানে নামেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগরে ইতিমধ্যে ভিড় উপচে পড়ছে। তিথি অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তি। চলবে রবিবার সন্ধ্যার একই সময় পর্যন্ত। গতকাল থেকেই স্নান পর্ব শুরু হলেও রবিবারের ভোরে আলো ফুটতে না ফুটতে মানুষের চাদরে যেন ঢাকা পড়েছে গোটা গঙ্গাসাগর।

Next Article