IRCTC: এক ট্রেনেই একাধিক জ্যোর্তিলিঙ্গ দর্শন, কম খরচে তীর্থ ভ্রমণের অভাবনীয় সুযোগ IRCTC-র

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 03, 2023 | 10:35 AM

IRCTC: আগামী ২০ মে প্রথমবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে ভারত গৌরব ট্রেন। যা ব্যান্ডেল,বর্ধমান, বোলপুর,রামপুরহাট স্টেশনে দাঁড়াবে দেবে।

IRCTC: এক ট্রেনেই একাধিক জ্যোর্তিলিঙ্গ দর্শন, কম খরচে তীর্থ ভ্রমণের অভাবনীয় সুযোগ IRCTC-র
ভারত গৌরব ট্রেন

Follow Us

হুগলি: পর্যটকদের জন্য কম খরচে তীর্থ দর্শনের দুর্দান্ত সুযোগ করে দিল আইআরসিটিসি (IRCTC)। বহু পর্যটক বিভিন্ন ট্যুর অপারেটরদের কাছে কম খরচে তীর্থ ভ্রমণের জন্য দাবি জানিয়ে আসছিলেন। ভ্রমণ পিপাসুদের সেই সাধ মেটাতে এবার এগিয়ে এল আইআরসিটিসি। আগামী ২০ মে প্রথমবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে ভারত গৌরব ট্রেন। যা ব্যান্ডেল,বর্ধমান, বোলপুর,রামপুরহাট স্টেশনে দাঁড়াবে দেবে। এরপর ট্রেনটি সাহেবগঞ্জ, মুজাফফরপুর হয়ে প্রথমে পৌঁছবে উজ্জয়িনী গিয়ে পৌঁছবে। এরপর সেখান থেকে মহাকালেশ্বর জ্যোর্তিলিঙ্গ,ওমকারেশ্বর জ্যোর্তিলিঙ্গ সহ একাধিক মন্দির দর্শন করানো হবে। সেখান থেকে সিরিডি সাই এবং নাসিকের ত্রম্বকেশ্বর জ্যোর্তিলিঙ্গ দর্শন করাবেন তারা।

খাদ্য পরিষেবা থাকবে ট্রেনে

তীর্থক্ষেত্রে ভ্রমণের কথা মাথায় রেখে যাত্রীদের সম্পূর্ণ নিরামিষ খাবার দেওয়া হবে। প্রতিদিন সকালে মর্নিং টি। এরপর ব্রেকফাস্ট। দুপুরের খাবার। বিকেলে ইভিনিং স্ন্যাক্স সঙ্গে চা। এরপর থাকছে ডিনারের ব্যবস্থা। প্রতিবার পর্যাপ্ত খাবার দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হবে পানীয় জল। বয়স্ক মানুষজনের কথা মাথায় রেখে প্রতিটি কামরার জন্য তাদের সাহাযার্থে লোকেরা থাকবে। থাকবেন প্যারা মেডিক্যাল স্টাফরা। কেউ অসুস্থ হলে সঙ্গে-সঙ্গে ট্রেনে চিকিৎসা শুরু হবে। দরকার হলে পরবর্তী স্টেশনে চিকিৎসক দিয়ে আরও চিকিৎসার ব্যাবস্থা গ্রহণ করা হবে। টিকিটের বুকিং শুরু হয়েছে যা পাওয়া যাবে IRCTC অনুমোদিত এজেন্টদের কাছে। এছাড়া IRCTC ওয়েব সাইট থেকেও টিকিট বুকিং করা যাবে।

IRCTC চিফ সুপারভাইজার (ট্যুরিস্ট) সৌরভ চট্টোপাধ্যায় ও ট্যুরিস্ট অ্যাসিসটেন্ট অমিত অধিকারী জানান, “এই প্রথম এমন ট্রেনের সূচনা হচ্ছে। ট্রেনে যাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রেল করবে। ট্রেন থেকে নেমে দর্শনীয় স্থল ঘুরে দেখানো, হোটেলে থাকা ও রাত্রিবাসের ব্যবস্থা করা হবে।যাত্রীদের স্বাচ্ছন্দ মাথায় রাখবে রেল।”

 

Next Article