Kanchan: যত ‘দোষ’ ডাক্তারদের! কাঞ্চনের ৬ লাখি বিলে কোনও অন্যায় দেখছেন না কল্যাণ

Ashique Insan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 25, 2024 | 7:00 PM

Kanchan Mullick: শুধু কল্যাণ নন, একই যুক্তি কুণাল ঘোষেরও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "কাঞ্চনকে সমালোচনায় বিদ্ধ করা অনুচিত। কেন মেডিক্যাল বিল এত বেশি হবে, তা নিয়ে আলোচনা হওয়াটা জরুরি।"

Kanchan: যত দোষ ডাক্তারদের! কাঞ্চনের ৬ লাখি বিলে কোনও অন্যায় দেখছেন না কল্যাণ
কাঞ্চম-শ্রীময়ী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিধানসভায় সন্তানের জন্মের খরচ হিসেবে ৬ লক্ষ টাকার বিল জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। অভিনেতা-রাজনীতিককে নিয়ে এমনিতেই চর্চা আর বিতর্কের শেষ নেই। তার মধ্যে আবার ৬ লাখি বিল। সেই বিল জমা পড়ার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে, সন্তানের জন্মের খরচ এত টাকা? আর সেই টাকা মেটাবে সরকার?

কাঞ্চন অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন যে বিধায়ক হিসেবে যে সুবিধা পাওয়া যায়, তার আওতাতেই পড়ে এটি। সন্তান জন্মের খরচের টাকা পান তাঁরা। সেই অনুযায়ীই বিল দিয়েছেন। এবার একে একে তৃণমূল নেতারা দাঁড়াচ্ছেন কাঞ্চনের পাশে। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল সাংসদ) ভোট প্রচার চলাকালীন নিজের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দিয়েছিলেন, সেই কল্যাণও এই ক্ষেত্রে কাঞ্চনের কোনও দোষ দেখছেন না।

কল্যাণ বলছেন, আসলে সব দোষ ডাক্তারদের। কাঞ্চন কোনও অন্যায় করেননি। বুধবার সাংবাদিকরা প্রশ্ন করলে কাঞ্চন বলেন, “এব্যাপারে আমি কাঞ্চনের কোনও অন্যায় দেখছি না। নার্সিংহোম বিল করেছে। এতে কাঞ্চনের দোষ কোথায়? ডাক্তাররা আন্দোলন করছেন করুন, কিন্তু এত বিল করছেন কেন। এই প্রশ্ন তো তুলতেই হবে।”

শুধু কল্যাণ নন, একই যুক্তি কুণাল ঘোষেরও। তৃণমূল নেতা বলছেন, বিল নিয়ে অযথা আলোচনা না করে চিকিৎসকদের নিয়ে প্রশ্ন তোলা উচিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কাঞ্চনকে সমালোচনায় বিদ্ধ করা অনুচিত। কেন মেডিক্যাল বিল এত বেশি হবে, তা নিয়ে আলোচনা হওয়াটা জরুরি।”

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কয়েক মাস আগেই কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী। তারই খরচ ৬ লক্ষ টাকা। জানা গিয়েছে, ছ’লক্ষের মধ্যে চিকিৎসক নিয়েছেন চার লক্ষ টাকা। আর বাকি খরচ হয়েছে ২ লক্ষ টাকা।

Next Article