শ্রীরামপুর: আরজি কর কাণ্ডে সিবিআই-কে তিন দিন সময়ে বেধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের করার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার একই প্রশ্ন তুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘৯৬ ঘণ্টা হয়ে গেলেও সিবিআই একজনকেও গ্রেফতার করতে পারল না কেন?’ জবাব চাইলেন তিনি।
শনিবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামে তৃণমূল। হাতে প্ল্যাকার্ড নিয়ে,বুকে কালো ব্যাজ লাগিয়ে সিবিআইয়ের সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে শ্রীরামপুর নগার মোড় থেকে মাহেশ স্নানপিরির মাঠ পর্যন্ত তৃণমূল প্রতিবাদ মিছিল করে। সেখানে পা মেলান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন এবং বিভিন্ন পুরসভার পুরপ্রধানরা। মিছিলে হাঁটতে হাঁটতে দোষীদের শাস্তির দাবিতে সুর চড়ান সাংসদ কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বলেন, “রাম-বামের এলিট মহিলারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে। আইএমএ বিজেপি দ্বারা পরিচালিত। সিবিআই সিপিএম বিজেপির দালালি করবে। বিচার বিলম্বিত হবে। কারন ফার্স্ট ট্র্যাক কোর্টে হবে না সিবিআই কোর্টে হবে।”