Mamata Banerjee: ‘বাংলাকে ডুবিয়েছে ওঁরাই’, পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2024 | 5:13 PM

Mamata Banerjee: মমতা আরও বলেন, "এত জল কোনও বারও ছাড়েনি। এই প্রথম। ইচ্ছাকৃতভাবেই ছেড়েছে। কেন্দ্রীয় সরকারের ডিভিসি, তেনুঘাট-পাঞ্চেত থেকে বারবার বলা সত্ত্বেও জল ছেড়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত।"

Mamata Banerjee: বাংলাকে ডুবিয়েছে ওঁরাই, পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়লেন মমতা
বাংলাকে ডুবিয়েছে ওরা: মমতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া-হুগলির একাধিক এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। হুগলির পুরশুড়ার পরিস্থিতিতে দেখে ফের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল ম্যান মেড বন্যার প্রসঙ্গ। পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে, এমনই অভিযোগ করলেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। পরিকল্পনা করে ডিভিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে কেন্দ্র। কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পরিস্থিতি খতিয়ে দেখতে পুড়শুড়া-সহ হুগলির বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী।

পুড়শুড়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, “ম্যান মেন  ফ্লাড। মানে পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে বলে ফেডআপ হয়ে যাচ্ছি। আরও ৩ লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন ৭০ শতাংশ ভরে, তখন কেন ছাড়ো না? বাংলা কত সহ্য করবে?”

তিনি আরও বলেন, “এত জল কোনও বারও ছাড়েনি। এই প্রথম। ইচ্ছাকৃতভাবেই ছেড়েছে। কেন্দ্রীয় সরকারের ডিভিসি, তেনুঘাট-পাঞ্চেত থেকে বারবার বলা সত্ত্বেও জল ছেড়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত।”

বাংলার এর আগে এহেন পরিস্থিতি তৈরি হয়েছে, তখনও মুখ্যমন্ত্রী মমতার গলায় শোনা গিয়েছে ‘ম্যান মেড বন্যা’র তত্ত্ব। রাজ্যের বিরোধী দলনেত্রী থাকাকালীন ২০০০ সালে প্রথম এক কথা বলেছিলেন হাওড়ার বানভাসি এলাকায় দাঁড়িয়ে। বছর দুয়েক আগে বাংলায় যখন এ পরিস্থিতি তৈরি হয়, তখনও সোচ্চার হন এই তত্ত্ব খাঁড়া করেই। এবারও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সেই একই তত্ত্ব।

Next Article