Mamata Banerjee: ‘ওহে নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল’, কেন্দ্রকে কটাক্ষ মমতার

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2023 | 12:56 PM

Mamata Banerjee: সিঙ্গুরের জমি আন্দোলনে মৃত তাপসী মালিকের মাটিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিলেন, দেখুন এক নজরে...

Mamata Banerjee:  ওহে নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, কেন্দ্রকে কটাক্ষ মমতার
সিঙ্গুরে রাস্তাশ্রী প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী

Follow Us

হুগলি:  পঞ্চায়েত নির্বাচনের আগে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। ‘রাস্তাশ্রী’, ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সিঙ্গুরের রতনপুরের প্রশাসনিক জনসভা থেকে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ” বাংলায় ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাজ্যের সব কটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। ২২টা জেলার ৩০ হাজার গ্রামে রাস্তায় কাজ করা হবে। রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে।” সিঙ্গুরের জমি আন্দোলনে মৃত তাপসী মালিকের মাটিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিলেন, দেখুন এক নজরে…
KEY HIGHLIGHTS

  1. আজকে বাংলায় ১২ হাজার কিলোমিটারের বেশি রাস্তা পুনর্নির্মাণ করা হবে। রাজ্যের সব কটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ৯ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। সিঙ্গুর থেকে এটা শুরু করলাম। অন্যান্য জায়গাতেও কাজ শুরু করে দিন। বাংলায় উদ্বোধন হল।
  2. ২২টা জেলার ৩০ হাজার গ্রামে রাস্তায় কাজ করা হবে। রাস্তা তৈরি করতে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে। সেই টাকার এক পয়সাও দিল্লির টাকা নয়। রাজ্যের টাকা। জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যায়। আমাদের সব থেকে বড় ভুল, ওটাকে সাপোর্ট করা। আমরা ভেবেছিলাম, এতে রাজ্যের লাভ হবে। এখন দেখছি, একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে না। গ্রামীণ আবাস যোজনা, ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে।
  3. কেন্দ্র আগের বছর একশো দিনের সাত হাজার কোটি টাকা শোধ করেনি। এবছর একশো দিনের কাজের একটা কাজও বাংলাকে দেয়নি। আমরা পরপর তিন চার বার প্রথম হয়েছিলাম। আমরা কাজে দেখিয়ে দিয়েছি। তাই হিংসা, রাজনীতি হতে পারে, কাজের বেলায় অশ্বডিম্ব।
  4. এই যে ১২ হাজার কিলোমিটার রাস্তা হবে, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত করলেও, কেন্দ্রীয় সরকারের নজরদারি থাকবে। কাজগুলো যাতে তাড়াতাড়ি হয়, তাতে নজর রাখতে হবে। বর্ষার আগে কাজ শেষ করতে হবে। কে কোথায় টেন্ডার করছেন, কাজ ঠিক মতো হচ্ছে কিনা, দেখতে হবে। জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হবে। যারা দেবেন না, নতুন করে লিস্ট করবেন, নাম বাদ দিয়ে দেব। PWD সব কাজ একশো দিনের লোকেদের দিয়ে করাব। এখন জল ধরো জল ভরোর সব কাজ একশো দিনের লোকেদের দিয়ে করাব। আমাদের এখানকার গঠনমূলক সব কাজ জব কার্ড হোল্ডারদের দিয়ে করাব। কেন্দ্রকে দেখাব, তুমি না দিলেও বাংলার মেধা-বুদ্ধি আছে।
  5. ১৬ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছিলাম। ২০১৭ সালে ভাঙড় থেকে ২৫ হাজার কিমি গ্রামীণ রাস্তা করেছিলাম। গ্রামের রাস্তায়  বড় বড় ট্রাকগুলো ঢুকে পড়ে, তাই গ্রামের রাস্তা ভেঙে যায়। গ্রামবাসীকেই রক্ষা করতে হবে। কাজের স্বীকৃতি হিসাবে বাংলার গ্রামীণ যোজনাতে ২৬ হাজার কিমি রাস্তা, গ্রামীণ সড়ক যোজনায় ৮৫৭ কিমি রাস্তা তৈরির সিদ্ধান্ত। সব থেকে বেশি দৈর্ঘ্যের রাস্তা নির্মাণে জাতীয় পুরস্কার।
  6. আমি যখন ছোট ছিলাম, পরীক্ষার পর এক মাস করে গ্রামে গিয়ে থাকতাম। তখন দেখতাম রাস্তার কী অবস্থা, বড় বড় গর্ত। এখন সেই গ্রামে গিয়েই দেখি কী সুন্দর রাস্তা। মাটির ঘর বদলে গিয়েছে। মাটির ঘর এখন ২৫ শতাংশ রয়েছে। ৭৫ ভাগই পাকা বাড়ি তৈরি হয়ে গিয়েছে। আসার সময়ে হাইওয়ের ধারে কয়েকটা বাড়ি দেখলাম, ভাঙাচোরা, প্লাস্টিক লাগানো। জিজ্ঞাসা করে জানি, ওটা রেলের জায়গা। রেলকে বলতে হবে, হয় বাড়িগুলো ঠিক করুক নয়তো আমাদের দিয়ে দিক।
  7. এই সেই সিঙ্গুর, এখানে জমি ফেরানো নিয়ে ২৬ দিন অনশন করেছিলাম। জলও খাইনি। তাপসী মালিককে পুড়িয়ে মারা হয়েছিল। তাপসীর নামে আমরা স্তম্ভ তৈরি করছি। কিষাণ মান্ডি করেছি, ট্রমা কেয়ার সেন্টার করেছি। বারবার ফিরে আসি সিঙ্গুরে। কৃষকদের চাষযোগ্য জমি ফিরিয়ে দিয়েছে।
  8. সিঙ্গুরে ৮ একর জমিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। এপ্রিলে কাজ শেষ হবে। লোকাল ছেলেমেয়েদের কাজ দিতে। সিঙ্গুরের জমি আন্দোলনকে পাঠ্যসূচিতে স্থান দেওয়া হয়েছে।
  9. আর্থিক বঞ্চনা সত্ত্বেও দুয়ারে সরকার প্রকল্প দেখতে বাংলাদেশ থেকে লোক এসেছিল। এটা বাংলাদেশ মডেল করেছে। কন্যাশ্রী সারা বিশ্বের মডেল। দুয়ারে সরকারের মাধ্যমে ৯০ শতাংশ লোকের হাতে পরিষেবা। তা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারে টাকা আটকে থাকতে পারে, নম্বর হয়তো ভুল দিয়েছেন, কন্যাশ্রীর টাকা যায়নি যাদের, তাদের পরিষেবা দুয়ারে সরকার থেকে দেওয়া হবে।
  10. বুথে বুথে দুয়ারে সরকারের ক্যাম্প। এখন যিনি লক্ষ্মীর ভান্ডার পাননি, যাবেন অবশ্য। ৬০ বছরের বেশি বয়স্ক মহিলাদের  জন্য ১ হাজার টাকা করে ভাতা।
  11. কৃষকদের জন্য ১১টা কিষাণ মান্ডি। জলস্বপ্নে ২০২৪ এর শেষের দিকে সবার বাড়িতে কলের জল।
  12. সিঙ্গুরে আমি ১৪ দিন ধর্না করেছিলাম। আমার মনে আছে, এখানকার মাতঙ্গিনী হাজরা, কেউ নাড়ু নিয়ে যেত, কেউ মুড়ি, পটল আলু নিয়ে আসত। ওটা ধরনা ছিল। একদিন ঝড়জলে সব উড়ে গেল। আমরা যে কোনও সময়েই মরে যেতে পারতাম। সেই রাতে কলকাতা থেকে হ্যাঙার এনে কোনও মতে ছিলাম। একদিন তো রাতে শুয়ে আছি, একটা লরি প্রায় ১০০ জন লোককে চাপা দিয়ে চলে যাচ্ছিল। কী পরিকল্পনা করা হয়নি! রাস্তায় তো বড় বড় ট্রাক এখনও দাঁড়িয়ে থাকে। ৮টার আগে ছাড়া হয় না। আর সিপিএম বলেছিল, ওদের জন্য লরি দাঁড়িয়ে রয়েছে, তাই খাদ্যের দাম বেড়ে যাচ্ছে।
  13. আগামীকাল থেকে আম্বেদকর মূর্তির সামনে আবারও ধর্নায় বসব। একশো দিনের টাকা দিতে হবে। ওহে নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ, বাড়ির মেয়েদের এখানে ওখানে ডাকা যাবে না। মেয়েদের সুবিধা মতো বাড়িতে এসে জিজ্ঞাসা করতে হবে।
  14. বিবেকানন্দের জন্মদিনে ছুটি দেয়না, ইদে আমরা ছুটি দিই, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, আম্বেদকরের জন্মদিনে ছুটি দিই।

 

Next Article