ত্রিবেণী: দশ বছরের কিশোরীকে যৌন নির্যাতন (Minor harassment) চালানোর অভিযোগ। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে অসম লিঙ্ক রোড অবরোধ। শুধু তাই নয়, মগড়া থানার পুলিশ অভিযুক্তের ভাইকে থানায় নিয়ে আসতে গেলে পুলিশ আধিকারিকদের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা উত্তেজিত জনতার। তাঁকে মারধরেরও অভিযোগ ওঠে এলাকাবাসীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, হুগলির মগড়ার দশ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। লজেন্সের লোভ দেখিয়ে তাকে যৌন হেনস্থা করা হয় বলে দাবি পরিবারের। তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তের ভাই নির্যাতিতার পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপর আরও খারাপ হয় পরিস্থিতি। অভিযুক্তের ভাইকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ।
মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক অভিযুক্তের ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁর উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন উত্তেজিত জনতা। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। কোনওক্রমে পুলিশ ধৃতকে নিয়ে থানায় চলে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই এলাকায় দশ বছরের নাবালিকাকে লজেন্সের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এখন বাচ্চাটা ব্যথায় কাতরাচ্ছে। জানাজানি হওয়ার পর জনগণ পথ অবরোধ করে। এরপর ওর ভাই গিয়ে ওই পরিবারকে হুমকি দেয়। অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি আমরা।”
অভিযুক্তের মেয়ে বলেন, “আমি ওকে সন্ধ্যে অবধি পড়িয়ে বিয়ে বাড়ি গিয়েছি। পাশের ঘরে আমার ভাই পড়ছিল। বাবাকে বলেছিলাম ওর পড়া হয়ে গেলে ওকে ছুটি দিয়ে দিতে। ঘটনার একদিন কেটে যাওয়ার পর পাড়ার কয়েকজন এসে বলল আমার বাবা নাকি এই কাজ করেছে। আমার বাবা এমন মানুষই নন।”