Fire: চাঁপদানিতে ফ্ল্যাটে আগুন, মৃত্যু বৃদ্ধার

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Oct 24, 2022 | 1:45 AM

Fire: বৃদ্ধার ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

Fire: চাঁপদানিতে ফ্ল্যাটে আগুন, মৃত্যু বৃদ্ধার
প্রতীকী ছবি

Follow Us

হুগলি: ফ্ল্যাটে আগুন (Fire) লেগে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম শোভনা চক্রবর্তী (৮০)। ভদ্রেশ্বর স্টেশন রোডে একটি আবাসনের ওই ফ্ল্যাটে রবিবার রাত আটটা নাগাদ আগুন লাগে। বৃদ্ধাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই আবাসনের তিনতলায় ফ্ল্যাটে থাকতেন শোভনাদেবী। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে খবর,আবাসনের লোকজন ও স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পান। বৃদ্ধার ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল। দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।

চাঁপদানি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল মণ্ডল খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন। কাউন্সিলর বলেন, স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু এত বেশি ধোঁয়া ছিল যে ফ্ল্যাটের মধ্যে প্রথমে প্রবেশ করা যায়নি। তারপর জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়।

বৃদ্ধা একাই থাকতেন ফ্ল্যাটে। আজ ভূত চতুর্দশীতে অনেকে প্রদীপ জ্বালেন। শোভনাদেবী তেমনই প্রদীপ জ্বেলেছিলেন কি না, আর তা থেকে আগুন ছড়িয়েছে কি না, তা খতিয়ে দেখছে দমকল। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

চাঁপদানি দমকল কেন্দ্রের ওসি মলয় মজুমদার বলেন, কী থেকে আগুন লেগেছিল তা এখনই বলা সম্ভব নয়। বৃদ্ধা একাই থাকতেন, শর্ট সার্কিট থেকে নাকি প্রদীপ থেকে আগুন লাগে তা ফরেনসিক পরীক্ষার পরই বলা সম্ভব হবে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই বৃদ্ধা মারা গিয়েছেন বলে প্রাথমিক অনুমান।

Next Article