গোঘাট: গত দু’দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল। দলছুট একটি গতকাল আরামবাগের গোঘাটে দাপাদাপি জুড়ে দেয়। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ইতিমধ্যেই হাতির তাণ্ডবে প্রাণ গিয়েছে এক গ্রামবাসীর। তাঁর নাম প্রসেনজিৎ ধাড়া (৩৫)
রবিবার বিকালে কলকাতার পিজি হাসপাতালে মারা যান তিনি। গতকাল রাত্রিবেলা থেকেই আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রসেনজিতকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল আশঙ্কাজনক অবস্থায়। এরপরই তাঁর প্রাণ যায়। অপরদিকে, আরামবাগ মেডিক্যল কলেজ হাসপাতালেও হাতির আক্রমণে আশঙ্কাজনক ১ জনের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গতকাল হাতির তাণ্ডবে উত্তেজিত আরামবাগ ও সংলগ্ন এলাকায়। সকাল থেকে দাপিয়ে বেড়িয়েছে বুনো হাতি। আর তার জেরেই আরামবাগ সংলগ্ন গোঘাটে কার্ফু জারি (Curfew Imposed in Goghat) করে প্রশাসন। আজ (রবিবার) বিকেল ৪টে পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে এলাকায়। পঞ্চায়েতের তরফে এলাকায় মাইকিং করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তাঁরা প্রয়োজন ছাড়া বাইরে না বেরোন। ইতিমধ্য়েই গোঘাটের কুমুড়শা গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সকাল থেকেই আরামবাগ ও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায় বুনো হাতি। প্রথমে দলছুট দুটি হাতি আরামবাগের কালিপুর এলাকায় ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ দাপাদাপি চালায় সেখানে। সেখানে আলু চাষের জমি ও সবজির বাগানে দাপিয়ে বেড়ায় হাতি।