ISF-CPIM: ফুরফুরায় হাত ধরল ISF-CPM, শাসকের বিরুদ্ধে শক্তি বাড়াতে জোট?

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 14, 2023 | 10:30 AM

Panchayat Elections 2023: মঙ্গলবার ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর দরবারে সাড়ে ন'টা নাগাদ একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্ব।

ISF-CPIM: ফুরফুরায় হাত ধরল ISF-CPM, শাসকের বিরুদ্ধে শক্তি বাড়াতে জোট?
ফুরফুরা থেকেই জোটের শুরু? (ফাইল ছবি)

Follow Us

হুগলি: ২০২১ এর বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটেও কি তবে আইএসএফ (ISF) ও সিপিএম (CPM) একে অপরের হাত ধরবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কারণে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে বলে জানা যাচ্ছে।

মঙ্গলবার ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকীর দরবারে সাড়ে ন’টা নাগাদ একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বাম নেতৃত্ব। প্রায় ঘণ্টা দেড়েক চলে বৈঠক। সিপিএম ও আইএসএফ সূত্রে খবর, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ২৯টি আসনের মধ্যে সিপিআইএম ১৫ টি এবং আইএসএফ ১৪ টি আসনে লড়াই করবে বলে সিন্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছিলেন ‘এবার ভাঙড় মডেল হবে।’ তারপর সন্ধ্যে নাগাদ নেওয়া হল জোটের সিদ্ধান্ত। অনেকটাল বাহানার পর শেষে ফুরফুরা থেকেই শুরু হল বাম ও আইএসএফ-র এই জোট। কবে আইএসএফ-এর হাত ধরে তেমন কোনও উৎসাহ দেখা যায়নি কংগ্রেসের পক্ষ থেকে। বস্তুত, এর আগে অর্থাৎ ২০১৮ পঞ্চায়েত ভোটের সময় ফুরাফুরা সব কটি আসন একচ্ছত্রভাবে দখল করে তৃণমূল। এবার তৃণমূ

Next Article