Bandel: ভাঙল প্যান্টোগ্রাফ, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2024 | 11:28 PM

Bandel: জানা গিয়েছে, হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছেড়েছিল কামরূপ এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে সাতটা বেজে পঁয়ত্রিশ নাগাদ ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে পড়ে। ব্যান্ডেলের রেলের টেকনিক্যাল কর্মীরা মেরামত করে দেয়

Bandel: ভাঙল প্যান্টোগ্রাফ, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস
ব্যান্ডেল স্টেশনের ছবি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যান্ডেল: একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। কখনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কখনও করমণ্ডল এক্সপ্রেস পড়েছে দুর্ঘটনার কবলে। তবে এবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কামরূপ এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। প্রায় এক ঘণ্টা পর মেরামত করে ট্রেন রওনা দেয় গন্তব্যে।

জানা গিয়েছে, হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছেড়েছিল কামরূপ এক্সপ্রেস। ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে সাতটা বেজে পঁয়ত্রিশ নাগাদ ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে পড়ে। ব্যান্ডেলের রেলের টেকনিক্যাল কর্মীরা মেরামত করে দেয়। সাড়ে আটটা নাগাদ ট্রেন রওনা দেয় বর্ধমানের দিকে। তবে এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিপত্তি ঘটে হাওড়া বর্ধমান মেন শাখায়।

রেল সূত্রে খবর, হাওড়া বর্ধমান কর্ড শাখায় জনাই রোড স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ চলার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেন মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ব্যান্ডেল স্টেশনে কামরূপ ট্রেনের প্যান্টোরাফের গোলযোগের কারণে আপ এবং ডাউন ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়।

Next Article